সোমবার, ২৬ মে ২০২৫, ০৯:০৮ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক।
অদ্য (২৪ অক্টোবর’২৪ খ্রি.) তারিখে সম্মানিত পুলিশ সুপার, কুষ্টিয়া মহোদয়ের নির্দেশে জনাব আব্দুল খালেক, সহকারী পুলিশ সুপার, মিরপুর সার্কেল, (অতিরিক্ত দ্বায়িত্বে ভেড়ামারা সার্কেল) কুষ্টিয়া এর সার্বক্ষণিক তদারকি ও দিক নির্দেশনায় জনাব শেখ শহিদুল ইসলাম অফিসার ইনচার্জ, ভেড়ামারা থানা, কুষ্টিয়া’র সার্বিক তত্ত্ববধানে এসআই (নিঃ)/মোঃ শিমরুল হাসান, এএসআই (নিঃ)/সঞ্জয় অন্যান্য ফোর্স এর সহায়তায় ভেড়ামারা থানা এলাকায় বিশেষ অভিযান ডিউটি করা কালে ভেড়ামারা থানার মামলা নাম্বার -১, তারিখ ১৫/৮/২০২৪ খ্রি. ধারা-৩৭৯ পেনাল কোড এর আসামি ১। রুমন (৩৫) পিতা-রবিউল ইসলাম, গ্রাম-চর ধামুদিয়া, ২। মোহাম্মদ মামুন (৩১), পিতা-মৃত আজমত আলী, গ্রাম-ষোল দাগ, থানা ও জেলা-কুষ্টিয়াদ্বয়কে গ্রেফতার গ্রেফতার করা হয়েছে।