রবিবার, ২৫ মে ২০২৫, ০৪:৩৩ পূর্বাহ্ন
(শরীয়তপুর থেকে আক্তার হোসেন)
শরীয়তপুরের ভেদরগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার(২৮ অক্টোবর) দুপুর ১২ টার দিকে ভেদরগঞ্জ উপজেলার সামনে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
এসময় ভেদরগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেদরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসেম ঢালী।
ভেদরগঞ্জ উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক ফারুক আলম তলুকদারের সঞ্চালনায় বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, ভেদরগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বি এম মোস্তফা বেপারী, ভেদরগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি মাহাবুবুর রহমান (হিরু তালুকদার),
অন্যান্যদের মধ্যে উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আক্তার রাড়ি, সাবেক উপজেলা যুবদলের সভাপতি আসলাম মাঝি, উপজেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক আনোয়ার হোসেন আনু মোল্যা,উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আবু সায়েম খান, উপজেলা সেচ্ছাসেবকদলের সভাপতি সেলিম হাওলাদার,উপজেলা সেচ্ছাসেবকদলের সাধারন সম্পাদক কামাল রাড়ী,উপজেলা সেচ্ছাসেবকদলের সিনিয়র সহ-সভাপতি মেহেদী হাসান উজ্জ্বল ভূইয়াসহ স্থানীয় নেতৃবৃন্দ।