শনিবার, ২৪ মে ২০২৫, ০৩:৩৭ পূর্বাহ্ন
ময়মনসিংহ প্রতিনিধিঃ
বুধবার (১৬ অক্টোবর)উপজেলা প্রশাসন ও সওজের কর্মকর্তারা বেলা ১১টা থেকে সন্ধা ৭টা পর্যন্ত উপজেলার পৌর শহরের চন্ডীপাশা নতুন বাজার ময়মনসিংহ কিশোরগন্জ মহাসড়কে অবৈধভাবে গড়ে উঠা প্রায় ২৫ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
অভিযানে উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুণ কৃষ্ণ পাল,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুর রহমান,
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ আহমেদ , সড়ক ও জনপথ বিভাগ কিশোরগঞ্জের উপ-সহকারী প্রকৌশলী বিজয় বসাক, গ্রাম প্রতিরক্ষা বাহিনী সার্বিক সহযোগিতা প্রদান করে।
সরকারি জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করায় স্থানীয় বাসিন্দারা প্রশাসনকে সাধুবাদ জানান। ক্ষতিগ্রস্থ এক ব্যবসায়ীরা বলেন, সরকারি জায়গায় যেসব স্হাপনা আছে সেগুলো ভাঙবে। কিন্তু সরকারি জায়গায় অনেকগুলো অবৈধ স্থাপনা রেখেই উচ্ছেদ অভিযান শেষ করেছে প্রশাসন।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নান্দাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়জুর রহমান বলেন, সরকারি জায়গাতে কোনো অবৈধ স্থাপনা থাকবে না। যদি কেউ পুনরায় অবৈধ স্থাপনা নির্মাণ করতে চায় তবে ভ্রাম্যমাণ আদালতে জেল-জরিমানা হতে পারে। উচ্ছেদ কার্যক্রম অব্যাহত থাকবে।