শনিবার, ২৪ মে ২০২৫, ০৩:২৩ পূর্বাহ্ন
মোঃ রফিকুল ইসলাম রতন ময়মনসিংহ জেলা প্রতিনিধি
ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অভিযানে গত ২৪ ঘন্টায় পুলিশ অভিযান পরিচালনা করিয়া মোট ০২ জন আসামী গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, র্যাব-১৪, ময়মনসিংহ সংগীয় ফোস সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া দস্যুতার চেষ্টা মামলার আসামী মোঃ আকাশ (২৮) ও মোঃ শাকিল আহমেদ বক্স শাকলি (২৭), দ্বয়কে কোতোয়ালী মডেল থানাধীন উজান ঘাগড়া সাকিনস্থ খেজুরতোলা মোড় সংলগ্ন জনৈক মোঃ শহীদুল ইসলাম এর চা দোকানের সামনে পাকা রাস্তার উপর হইতে গ্রেফতার করেন এবং তাহাদের নিকট হইতে ১। স্টিলের হাতলযুক্ত ০১ (এক) টি ফোল্ডিং চাকু হাতলসহ যাহার দৈর্ঘ্য ১৮.৫ (আঠারো দশমিক পাঁচ) সে.মি. এবং ফোল্ডিং অবস্থায় (হাতল ছাড়া) যাহার দৈর্ঘ্য ১০.৫ (দশ দশমিক পাঁচ) সে.মি. (যা ছিনতাই কাজে ব্যবহৃত), ২। একটি কালো রংয়ের SYMPHONY BL120 মডেলের বাটন উদ্ধার করেন।
প্রত্যেক আসামীদের চালান মোতাবেক যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।