শনিবার, ২৪ মে ২০২৫, ০৩:৩২ পূর্বাহ্ন
বিশেষ প্রতিনিধিঃ
ময়মনসিংহের তারাকান্দায় বিএনপি নেতা মোতাহার হোসেন তালুকদারের বিরুদ্ধে খাদ্যবান্ধব কর্মসূচির (ওএমএস) ১৬০ বস্তা চাল লুটের অভিযোগে মানববন্ধন করেছেন স্থানীয় ডিলার সোহাগ মিয়া।
শনিবার (৫ অক্টোবর) ময়মনসিংহ নগরীর গাঙ্গিনারপাড় মোড়ে বৈষম্যবিরোধী ছাত্রজনতার ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে ডিলার সোহাগ মিয়া বলেন, তিনি উপজেলার ঢাকুয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ডিলার। বুধবার (২ অক্টোবর) দুপুর আড়াইটায় তিনি ওএমএস এর ১৬০ বস্তা চাল তারাকান্দা খাদ্যগুদাম থেকে গোডাউনে নিয়ে যাচ্ছিলেন। এ সময় হরিয়াগাই বাজারে পৌঁছালে বিএনপি নেতা মোতাহার হোসেন তালুকদারের নেতৃত্বে ১৫ থেকে ২০ জন লোক চালবাহী ট্রাকের গতিরোধ করে। পরে চালক এবং ডিলারকে মারধর করে ট্রাকে থাকা চালের বস্তা নিয়ে যায়। এসময় হামলার সহযোগী হিসেবে মোতাহার হোসেন তালুকদারের সাথে ছিলেন শাহাদাত হোসেন, লুৎফর রহমান, আশরাফ উদ্দিন, জুবায়ের হোসেন তালুকদার সহ অনেকে।
ডিলারদের পক্ষ থেকে এ বিষয়ে তারাকান্দা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক, ওসি, জেলা প্রশাসক এবং পুলিশ সুপারের কাছে অভিযোগ দেয়া হয়েছে।
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন আলাল, সামি, সিয়াম, আরমান, মোজাম্মেল, রাসেল, রাকিব সহ আরও অনেকে।