শনিবার, ২৪ মে ২০২৫, ০২:৫৩ পূর্বাহ্ন
মোঃ রফিকুল ইসলাম রতন ময়মনসিংহ জেলা প্রতিনিধি
গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়া মোট ০৮ জন আসামী গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, এসআই (নিঃ) জাহিদুল ইসলাম সংগীয় ফোর্স সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া দস্যুতার চেষ্টা মামলার আসামী রাকিব @ রাব্বি (৩০) ও পাপ্পু আহম্মেদ @ পারভেজ (২৪)দ্বয়কে অত্র থানাধীন পাটগুদাম এলাকা হইতে গ্রেফতার করা হয়।
এসআই (নিঃ) আল আমিন সংগীয় ফোর্স সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া চুরি মামলার আসামী রিয়াদ (২১)কে অত্র থানাধীন নতুন বাজার এলাকা হইতে গ্রেফতার করা হয়।
এসআই (নিঃ) নিজামুল হক সংগীয় ফোর্স সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া মাদক মামলার আসামী দিলরুবা সুলতানা (৫০) ও মোঃ হারেজ উদ্দীন (৬০)’দ্বয়কে অত্র থানাধীন রামবাবু রোড এলাকা হইতে গ্রেফতার করা হয় এবং তাহাদের নিকট হইতে ৪৭০ পিস ইনজেকশন উদ্ধার করা হয়।
ইহাছাড়াও এসআই (নিঃ) আব্দুল হক, খোরশেদ আলম, এএসআই (নিঃ) রজব আলী প্রত্যেকে থানা এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করিয়া ০২টি সিআর সাজা ও ০১টি সিআর সহ মোট ০৩টি পরোয়ানা তামিল করেন।
পরোয়ানা ভূক্ত আসামীদের নাম ও ঠিকানা- টি এল ফারনান্দো, মোঃ শফিকুল ইসলাম ও মোঃ ওমর ফারুক ,
প্রত্যেক আসামীদের চালান মোতাবেক যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।