শনিবার, ২৪ মে ২০২৫, ০৭:৫৯ পূর্বাহ্ন
মোঃ রফিকুল ইসলাম রতন ময়মনসিংহ জেলা প্রতিনিধি
ময়মনসিংহজেলা গোয়েন্দা সংস্থার অভিযানে ১৫ বোতল বিদেশী মদসহ ২ জনকে গ্রেফতার করেছে।পুলিশ জানায়, এসআই(নিঃ) রুপন কুমার সরকার সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার কোতোয়ালি থানাধীন চরঈশ্বরদীয়া মেরী আগলী কান্দাপাড়া সাকিনস্থ ধৃত আসামী মোঃ মাসুদ মিয়া (২৫) পিতা মৃতঃ শামছুল ইসলাম, সাং-কান্দাপাড়া (খালপাড়), থানা-কোতোয়ালি, জেলা-ময়মনসিংহ এর বসত বাড়ীর চৌচালা টিনের ঘরের উত্তর পার্শ্বে কক্ষ হইতে ১৯ সেপ্টেম্বর/২০২৪ ১৫ বোতল বিদেশী মদের বোতল সহ মাদক ব্যবসায়ী মোঃ জিসান ভূইয়া শান্ত (২২), পিতা-সেলিম ভূইয়া, মাতা-কাজলী, সাং-সজিবপাড়া খালপাড়, ও মোঃ মাসুদ (২৫), পিতা মৃতঃ শামছুল ইসলাম, মাতা-রাবেয়া খাতুন, সাং-কান্দাপাড়া, , উভয় থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদ্বদ্বয়কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিদ্বয় দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত।
উদ্ধারকৃত ১৫ বোতল বিদেশী মদ উদ্ধারের বিষয়ে গ্রেফতারকৃত ০২ জন আসামীর বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করে আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।