সোমবার, ২৬ মে ২০২৫, ০৪:০৬ পূর্বাহ্ন

বিজ্ঞাপন :
সংবাদিক নিয়োগ! আপনি যদি সাংবাদিকতা এবং প্রতিবেদনে অভিজ্ঞ হন এবং ব্রেকিং নিউজ থেকে প্রাথমিক প্রতিবেদন তৈরি করার জন্য আগ্রহী হন, তবে সম্মানিত সংবাদ সংস্থা তে আপনার জন্য সুযোগ আছে। সংবাদিক মান্যতা এবং প্রতিবেদন ক্ষমতা সাথে জয়েন করুন।
সংবাদ শিরোনাম
করিমগঞ্জে জামায়াতের গণসংযোগ। চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত টুঙ্গিপাড়ায় অপহরণ চক্রের মূল হোতাসহ একাধিক মামলার দুই আসামি গ্রেফতার। বার বার নির্বাচিত পাটগাতী ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য গাজী আবদুল হান্নানের পক্ষ থেকে অগ্রীম ঈদুল আজহার শুভেচ্ছা। নারায়ণগঞ্জে তাতীদলের কর্মীসভা। রাস্তার বেহাল দশার কথা শুনে ছুটে যান নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার শারমিন সাত্তার। জীবননগর থানাধীন গোপালনগরে’ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত। বোরহানউদ্দিনে মানবতার আলোকবর্তিকা সমাজসেবক মোঃ কবির পালোয়ান: রাজনীতি নয়, মানুষই তার মূল প্রতিশ্রুতি পশুরহাট ইজারাদার,খামারী ও ব্যবসায়ীদের সাথে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে পুলিশ সুপারের মতবিনিময়। লতিবাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুলড্রেস বিতরণ,

মহেরপুরের বারাদিতে আলমডাঙ্গা থানা পুলিশের অভিযান ছিনতাইকৃত ইজিবাইক উদ্ধারসহ দুজন গ্রেফতার

মোঃ লিখন ইসলাম
চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি।

আলমডাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে। গতকাল রোববার অভিযান চালিয়ে মেহেরপুর বারাদি বাজার থেকে ছিনতাইকৃত ইজিবাইক উদ্ধারসহ দুজনকে গ্রেফতার করে। এ বিষয়ে ইজিবাইক মালিক আলমডাঙ্গা থানায় মামলা দায়ের করেছে। এর আগে গত ২৪ এপ্রিল রাত ৯টার দিকে রংপুর-মাজহাট মাঠের মধ্য থেকে ইজিবাইক চালককে ধারালো চাকু ধরে ইজিবাইক ছিনতাই করে ৩ ছিনতাইকারী। জানা গেছে, চুয়াডাঙ্গা সাতগাড়ী গ্রামের মৃত ইয়াসিন মন্ডলের ছেলে শরিফ (২৫) দীর্ঘদিন ধরে ভাড়ায় ইজিবাইক নিয়ে চালিয়ে বেড়ায়। গত ২৪ এপ্রিল সকালে চুয়াডাঙ্গা ফার্মপাড়ার আব্দুল কাদেরের নিকট থেকে ইজিবাইক ভাড়া নিয়ে রাস্তায় চালানোর জন্য বের হয়। রাত ৯টার দিকে একাডেমি মোড় থেকে যাত্রীবেশে ৩ ছিনতাইকারী শরিফের ইজিবাইকে রংপুর যাওয়ার জন্য ভাড়া নেয়। ইজিবাইক চালক শরিফ রংপুর-মাজহাট মাঠের রাস্তায় পৌঁছালে ছিনতাইকারীরা ধারালো চাকুর ভয় দেখিয়ে ইজিবাইক ছিনতাই করে নিয়ে চলে যায়। পরে শরিফ তার মালিককে জানিয়ে ২৭ এপ্রিল আলমডাঙ্গা থানায় মামলা দায়ের করে। আলমডাঙ্গা থানার পুলিশ পরিদর্শক আজগর আলীর নেতৃত্বে এসআই কাজী সামসুল আলম সঙ্গীয় অফিসার ফোর্স নিয়ে মেহেরপুর জেলার বারাদি বাজারে অভিযান চালিয়ে ছিনতাইকৃত ইজিবাইকসহ রংপুর গ্রামের শিপন মেম্বারের ছেলে বিকাশ (২১) ও মেহেরপুর জেলার কানাইডাঙ্গা গ্রামের মৃত রিয়াজতুল্লাহর ছেলে আজিজুর রহমান টুটুলকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ছিনতাইকারী বিকাশ জানায়, ঘটনার দিন বিকেলে সে বাড়িতে ছিল। তার এক বন্ধু তাকে ফোন দিয়ে ব্রিজ মোড়ে আসতে বলে। সেখানে গিয়ে দেখতে পায় তারা দুজন রয়েছে। তারা তিনজন মিলে সন্ধ্যার পর চুয়াডাঙ্গা একটি হোটেলে খাওয়া দাওয়া করে। পরে একাডেমি মোড়ে এসে শরিফের ইজিবাইক ভাড়া নেয়। রংপুর মাজহাট মাঠে পৌঁছালে চাকু দেখিয়ে ইজিবাইক ছিনতাই করে। সেখান থেকে তারা তিনজন ইজিবাইক নিয়ে বারাদি বাজারের টুটুলের নিকট বিক্রয় করে। খোঁজ নিয়ে জানা গেছে, আজিজুর রহমান টুটুল বারাদি বাজারে চোরাই ও ছিনতাইকৃত ইজিবাইক কেনা-বেচা করে। সে অল্প টাকায় ইজিবাইক কিনে তা আবার পুনরায় রং করে দামে বিক্রয় করে। সংশ্লিষ্ট মামলায় বিকাশ ও টুটুলকে আদালতে সোপর্দ করেছে।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।