শনিবার, ২৪ মে ২০২৫, ০৯:৩৯ পূর্বাহ্ন

বিজ্ঞাপন :
সংবাদিক নিয়োগ! আপনি যদি সাংবাদিকতা এবং প্রতিবেদনে অভিজ্ঞ হন এবং ব্রেকিং নিউজ থেকে প্রাথমিক প্রতিবেদন তৈরি করার জন্য আগ্রহী হন, তবে সম্মানিত সংবাদ সংস্থা তে আপনার জন্য সুযোগ আছে। সংবাদিক মান্যতা এবং প্রতিবেদন ক্ষমতা সাথে জয়েন করুন।
সংবাদ শিরোনাম
রাস্তার বেহাল দশার কথা শুনে ছুটে যান নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার শারমিন সাত্তার। জীবননগর থানাধীন গোপালনগরে’ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত। বোরহানউদ্দিনে মানবতার আলোকবর্তিকা সমাজসেবক মোঃ কবির পালোয়ান: রাজনীতি নয়, মানুষই তার মূল প্রতিশ্রুতি পশুরহাট ইজারাদার,খামারী ও ব্যবসায়ীদের সাথে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে পুলিশ সুপারের মতবিনিময়। লতিবাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুলড্রেস বিতরণ, স্বচ্ছ নিয়োগ, জবাবদিহিমূলক পোস্টিং ও দুর্নীতিমুক্ত সেবা–খুলনা রেঞ্জ ডিআইজির নতুন দিগন্ত চুয়াডাঙ্গা সদর থানাধীন দশমাইল বাজারে ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত নান্দাইলে ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন,হুমকির মুখে নদী পাড় ও ফসলী জমি। গোপালগঞ্জে নিখোঁজের তিনদিন পর নারীর অর্ধগলিত লাশ উদ্ধার আলমডাঙ্গা থানা পুলিশ কর্তৃক ২০(বিশ) পিচ মাদকদ্রব্য Tapentadol Tablet, গ্রেফতার ০১ জন।

মাদারগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জমকালো আলোচনা সভা ও বিশেষ দোয়া মাহফিল।

**প্রকাশিত: রবিবার, ২ সেপ্টেম্বর, ২০২৪**

**মোঃ কাজল (ইব্রাহীম), স্টাফ রিপোর্টারঃ**

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় এক বর্ণাঢ্য আলোচনা সভা, মিলাদ এবং বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে মাদারগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বালিজুড়ী বাজারস্থ দলীয় কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

**অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদারগঞ্জ পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুল গফুর**। সভার সঞ্চালনা করেন উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মিজানুর রহমান রতন। **অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক এ্যাডভোকেট মঞ্জুর কাদের বাবুল খান**। তিনি তার বক্তব্যে বিএনপির ৪৬ বছরের গৌরবময় ইতিহাস এবং দেশের গণতান্ত্রিক আন্দোলনে দলের অবদানের কথা উল্লেখ করেন। **বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক রকিব লিটন**, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বেলাল হোসেন, উপজেলা শ্রমিক দলের সভাপতি আনোয়ার জাহিদ মাখন এবং উপজেলা যুবদলের আহ্বায়ক আহসান উল্লাহ বুলবুল।

আলোচনা সভায় বক্তারা **দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিএনপির করণীয় এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় দলের ভবিষ্যৎ কৌশল** নিয়ে আলোকপাত করেন। বক্তারা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও দর্শন এবং বেগম খালেদা জিয়ার সুদৃঢ় নেতৃত্বের প্রশংসা করেন। তারা **দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বিএনপির ভূমিকা ও লক্ষ্য তুলে ধরে দলীয় সংহতি বজায় রাখতে এবং সংগঠনকে সুসংগঠিত করতে বিভিন্ন পরামর্শ প্রদান করেন**। বক্তারা আরও উল্লেখ করেন, বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনা এবং দলীয় কর্মসূচিগুলো সুদৃঢ়ভাবে বাস্তবায়িত করতে **একতাবদ্ধ ও সাহসী নেতৃত্ব** অপরিহার্য।

আলোচনা সভা শেষে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, **ছাত্র আন্দোলনে নিহতদের আত্মার মাগফিরাত** এবং আহতদের সুস্থতা কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন উপজেলা উলামা দলের সহ-সভাপতি খায়রুল ইসলাম।

অনুষ্ঠানে মাদারগঞ্জ উপজেলা, পৌর এবং ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং দলীয় কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। বক্তারা **সংগঠনকে আরও শক্তিশালী করতে দলীয় নেতা-কর্মীদের প্রতি সততা, শৃঙ্খলা এবং একতাবদ্ধতার উপর গুরুত্বারোপ** করেন। তারা বলেন, **এই ঐক্যই বিএনপিকে তার লক্ষ্যে পৌঁছাতে সহায়ক** হবে।

অনুষ্ঠানের শেষাংশে উপস্থিত নেতারা দলের **ভবিষ্যৎ কর্মসূচি এবং দিকনির্দেশনা নিয়ে আলোচনা করেন**, যা দলের নেতৃত্বকে আরও সুসংগঠিত করার জন্য কার্যকরী ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

** কাজল ইব্রাহীম**

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।