**প্রকাশিত: রবিবার, ২ সেপ্টেম্বর, ২০২৪**
**মোঃ কাজল (ইব্রাহীম), স্টাফ রিপোর্টারঃ**
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় এক বর্ণাঢ্য আলোচনা সভা, মিলাদ এবং বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে মাদারগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বালিজুড়ী বাজারস্থ দলীয় কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
**অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদারগঞ্জ পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুল গফুর**। সভার সঞ্চালনা করেন উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মিজানুর রহমান রতন। **অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক এ্যাডভোকেট মঞ্জুর কাদের বাবুল খান**। তিনি তার বক্তব্যে বিএনপির ৪৬ বছরের গৌরবময় ইতিহাস এবং দেশের গণতান্ত্রিক আন্দোলনে দলের অবদানের কথা উল্লেখ করেন। **বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক রকিব লিটন**, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বেলাল হোসেন, উপজেলা শ্রমিক দলের সভাপতি আনোয়ার জাহিদ মাখন এবং উপজেলা যুবদলের আহ্বায়ক আহসান উল্লাহ বুলবুল।
আলোচনা সভায় বক্তারা **দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিএনপির করণীয় এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় দলের ভবিষ্যৎ কৌশল** নিয়ে আলোকপাত করেন। বক্তারা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও দর্শন এবং বেগম খালেদা জিয়ার সুদৃঢ় নেতৃত্বের প্রশংসা করেন। তারা **দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বিএনপির ভূমিকা ও লক্ষ্য তুলে ধরে দলীয় সংহতি বজায় রাখতে এবং সংগঠনকে সুসংগঠিত করতে বিভিন্ন পরামর্শ প্রদান করেন**। বক্তারা আরও উল্লেখ করেন, বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনা এবং দলীয় কর্মসূচিগুলো সুদৃঢ়ভাবে বাস্তবায়িত করতে **একতাবদ্ধ ও সাহসী নেতৃত্ব** অপরিহার্য।
আলোচনা সভা শেষে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, **ছাত্র আন্দোলনে নিহতদের আত্মার মাগফিরাত** এবং আহতদের সুস্থতা কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন উপজেলা উলামা দলের সহ-সভাপতি খায়রুল ইসলাম।
অনুষ্ঠানে মাদারগঞ্জ উপজেলা, পৌর এবং ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং দলীয় কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। বক্তারা **সংগঠনকে আরও শক্তিশালী করতে দলীয় নেতা-কর্মীদের প্রতি সততা, শৃঙ্খলা এবং একতাবদ্ধতার উপর গুরুত্বারোপ** করেন। তারা বলেন, **এই ঐক্যই বিএনপিকে তার লক্ষ্যে পৌঁছাতে সহায়ক** হবে।
অনুষ্ঠানের শেষাংশে উপস্থিত নেতারা দলের **ভবিষ্যৎ কর্মসূচি এবং দিকনির্দেশনা নিয়ে আলোচনা করেন**, যা দলের নেতৃত্বকে আরও সুসংগঠিত করার জন্য কার্যকরী ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
** কাজল ইব্রাহীম**