শনিবার, ২৪ মে ২০২৫, ১২:১৩ পূর্বাহ্ন

বিজ্ঞাপন :
সংবাদিক নিয়োগ! আপনি যদি সাংবাদিকতা এবং প্রতিবেদনে অভিজ্ঞ হন এবং ব্রেকিং নিউজ থেকে প্রাথমিক প্রতিবেদন তৈরি করার জন্য আগ্রহী হন, তবে সম্মানিত সংবাদ সংস্থা তে আপনার জন্য সুযোগ আছে। সংবাদিক মান্যতা এবং প্রতিবেদন ক্ষমতা সাথে জয়েন করুন।
সংবাদ শিরোনাম
বোরহানউদ্দিনে মানবতার আলোকবর্তিকা সমাজসেবক মোঃ কবির পালোয়ান: রাজনীতি নয়, মানুষই তার মূল প্রতিশ্রুতি পশুরহাট ইজারাদার,খামারী ও ব্যবসায়ীদের সাথে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে পুলিশ সুপারের মতবিনিময়। লতিবাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুলড্রেস বিতরণ, স্বচ্ছ নিয়োগ, জবাবদিহিমূলক পোস্টিং ও দুর্নীতিমুক্ত সেবা–খুলনা রেঞ্জ ডিআইজির নতুন দিগন্ত চুয়াডাঙ্গা সদর থানাধীন দশমাইল বাজারে ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত নান্দাইলে ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন,হুমকির মুখে নদী পাড় ও ফসলী জমি। গোপালগঞ্জে নিখোঁজের তিনদিন পর নারীর অর্ধগলিত লাশ উদ্ধার আলমডাঙ্গা থানা পুলিশ কর্তৃক ২০(বিশ) পিচ মাদকদ্রব্য Tapentadol Tablet, গ্রেফতার ০১ জন। গোপালগঞ্জ কাশিয়ানীতে বাস-ট্রাক মুখোমুখী সংঘর্ষে নিহত তিন, আহত বিশ। চুয়াডাঙ্গায় মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি)পদে চাকরি পেল ১৬জন তরুণ

মুন্সীগঞ্জে ভুয়া টিকাকার্ড বানিয়ে আদালতে হলফনামা দাখিল স্বাস্থ্য সহকারী সহ ৩ জনের অর্থদন্ড।

ওসমান গনি
স্টাফ রিপোর্টার
মুন্সীগঞ্জে ভুয়া টিকাকার্ড বানিয়ে আদালতে জন্ম সনদ সংশোধনের হলফনামা দাখিল করায় গজারিয়া উপজেলা স্বাস্থ্য সহকারী সহ ৩ জনকে ১১ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে দুই দিনের বিনাশ্রম কারাদন্ডের আদেশ সহ বিভাগীয় আইনগত ব্যবস্থা নেওয়ার আদেশ দেয়া হয়েছে।
মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুর ৩ টার দিকে মুন্সীগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইফতি হাসান ইমরান এ আদেশ দেন।

এর মধ্যে হলফকারী ইসরাত জাহান ও তার মা মেহেরুন নেছাকে ৩ হাজার টাকা করে ৬ হাজার টাকা অর্থদন্ড দেওয়ার পর তারা আদালতে টাকা দাখিল করেন। এছাড়াও গজারিয়া স্বাস্থ্য সহকারীকে ৫ হাজার টাকা অর্থদন্ড দেওয়ার পর তিনি আদালতে না থাকায় হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়। ইসরাত জাহান উপজেলার গুয়াগাছিয়া গ্রামের দ্বীন ইসলামের মেয়ে ও মেহেরুন নেছা দ্বীন ইসলামের স্ত্রী।

আদালত সূত্রে জানাগেছে,ইসরাত জাহান অষ্টম শ্রেনীর পাশের প্রশংসাপত্র, গুয়াগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্র্তৃক প্রত্যয়নপত্র, জন্ম নিবন্ধন ও টিকাকার্ড সহ আদালতে সংশোধনের হলফনামা দাখিল করেন। এসময় বিচারক তার অন্যান্য কাগজপত্র সঠিক পেলেও টিকাকার্ডের মুল কপি পর্যালোচনা করে দেখতে পায় ইসরাত জাহানের টিকাকার্ডে গত ২০০৬ সনের ২৫ অক্টোবর প্রথম টিকা নেওয়ার তারিখ উল্লেখ থাকলেও টিকা কার্ডের ফরমটি ২০২৩ সালে পুন:মুদ্রন।

এতে দাখিলকরা টিকাকার্ডটি ভুয়া বলে প্রমানিত হয়। ইসরাত জাহান মূলত তার বয়স সংশোধনের জন্য হলফনামা দাখিল করেন। এছাড়াও ইসরাত জাহান ও তার মা মেহেরুন নেছার বিচারকের নেয়া জবানবন্দিতে টিকাকার্ডটি ভুয়া বলে স্বীকার করে। এছাড়াও তারা এই টিকাকার্ডটি স্বাস্থ্য সহকারী জাহাঙ্গীর আলমকে দিয়ে বানিয়েছেন বলে জানান।

আদালতে ভুয়া টিকাকার্ড দাখিল করে হলফনামা দাখিল করায় আদালত তাদের দোষী সাব্যস্ত করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য সহকারী জাহাঙ্গীর আলমকে ৫ হাজার টাকা অর্থদন্ড ও হলফনামা দাখিলকারী ইসরাত জাহানকে ৩ হাজার টাকা অর্থদন্ড ও ইসরাতের মা মেহেরুন নেছাকে ৩ হাজার টাকা অর্থদন্ড সহ প্রত্যেককে অনাদায়ে দুই দিনের করে বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন। এসময় আদালতে ইসরাত জাহান ও তার মা মেহেরুন নেছা ৩ হাজার টাকা করে ৬ হাজার টাকা দাখিল করেন।

বিষয়টি নিশ্চত করে ওই আদালতের বেঞ্চ সহকারী সুমন ভুইয়া জানান, ভুয়া টিকাকার্ড দিয়ে হলফনামা দাখিল করায় হলফকারী ইসরাত জাহান ও তার মা মেহেনুন নেছাকে ৩ হাজার টাকা করে ৬ হাজার টাকা জরিমানার আদেশ হওয়ার পর তারা সেচ্ছায় আদালতে জরিমানার টাকা দাখিল করেছে। তবে গজারিয়া স্বাস্থ্য সহকারী জাহাঙ্গীর আলমকে ৫ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে দুই দিনের বিনাশ্রম কারাদন্ডের আদেশ সহ বিভাগীয় আইনী ব্যবস্থা নেওয়ার আদেশ দেন বিচারক।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।