বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ০৩:১৫ পূর্বাহ্ন
ওসমান গনি
স্টাফ রিপোর্টার
মুন্সীগঞ্জে সদরে শিয়ালের কামড়ে তিন নারীসহ ১২ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার মধ্য মহাকালী ও নাহাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ৯টার দিকে একটি পাগলা শিয়াল আকস্মিক লোকালয়ে প্রবেশ করে যাকে পাচ্ছিল তাকেই কামড়ায়। পরে গ্রামবাসীরা শিয়ালটিকে ধাওয়া করলে পালিয়ে যায়। তবে গ্রামবাসী শিয়ালের ভয়ে আতঙ্কিত।
মহাকালী গ্রামে শিয়ালের কামড়ে আহত কৃষক আনোয়ার হোসেন জানান, স্থানীয় একটি মুদি দোকানের সামনে তারা কয়েক জন ছিলেন সকলকেই কামড়িয়েছে শিয়ালটি। তবে ভেতরে থাকায় দোকানি রক্ষা পান। একটি শিয়ালই প্রথমে মধ্যমহাকালী থেকে আবার লাগঘেষা নাহাপাড়া গ্রামেও কয়েক জনকে কামড়িয়ে পালিয়ে যায়।
মুন্সীগঞ্জের ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. প্রান্ত সরকার জানান, আহতদের চিকিৎসার পর ভেকসিন প্রয়োগ করা হয়।