শনিবার, ২৪ মে ২০২৫, ১২:৫৪ পূর্বাহ্ন

বিজ্ঞাপন :
সংবাদিক নিয়োগ! আপনি যদি সাংবাদিকতা এবং প্রতিবেদনে অভিজ্ঞ হন এবং ব্রেকিং নিউজ থেকে প্রাথমিক প্রতিবেদন তৈরি করার জন্য আগ্রহী হন, তবে সম্মানিত সংবাদ সংস্থা তে আপনার জন্য সুযোগ আছে। সংবাদিক মান্যতা এবং প্রতিবেদন ক্ষমতা সাথে জয়েন করুন।
সংবাদ শিরোনাম
বোরহানউদ্দিনে মানবতার আলোকবর্তিকা সমাজসেবক মোঃ কবির পালোয়ান: রাজনীতি নয়, মানুষই তার মূল প্রতিশ্রুতি পশুরহাট ইজারাদার,খামারী ও ব্যবসায়ীদের সাথে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে পুলিশ সুপারের মতবিনিময়। লতিবাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুলড্রেস বিতরণ, স্বচ্ছ নিয়োগ, জবাবদিহিমূলক পোস্টিং ও দুর্নীতিমুক্ত সেবা–খুলনা রেঞ্জ ডিআইজির নতুন দিগন্ত চুয়াডাঙ্গা সদর থানাধীন দশমাইল বাজারে ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত নান্দাইলে ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন,হুমকির মুখে নদী পাড় ও ফসলী জমি। গোপালগঞ্জে নিখোঁজের তিনদিন পর নারীর অর্ধগলিত লাশ উদ্ধার আলমডাঙ্গা থানা পুলিশ কর্তৃক ২০(বিশ) পিচ মাদকদ্রব্য Tapentadol Tablet, গ্রেফতার ০১ জন। গোপালগঞ্জ কাশিয়ানীতে বাস-ট্রাক মুখোমুখী সংঘর্ষে নিহত তিন, আহত বিশ। চুয়াডাঙ্গায় মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি)পদে চাকরি পেল ১৬জন তরুণ

রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে পেশাদারিত্ব ও সংহতির বার্তা।

মো. কাজল ইব্রাহিম

রাজশাহী: রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবমুখর পরিবেশে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। রোববার (১৫ সেপ্টেম্বর) সকালে রাজশাহী নগরীর শিরোইল এলাকায় বরেন্দ্র প্রেসক্লাব চত্বরে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে এ আয়োজন শুরু হয়। শোভাযাত্রাটি শিরোইল বাস টার্মিনাল থেকে শুরু হয়ে রেলগেট হয়ে প্রেসক্লাবে এসে শেষ হয়।

এ শোভাযাত্রায় রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি শামসুল ইসলাম ও সাধারণ সম্পাদক রেজাউল করিমের নেতৃত্বে সদস্য ও অতিথিরা অংশগ্রহণ করেন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের (আরটিজেএ) সভাপতি ও মোহনা টিভির রাজশাহী ব্যুরো প্রধান মেহেদী হাসান শ্যামল।

অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে দোয়া মাহফিল ও প্রীতিভোজ। এতে আরও উপস্থিত ছিলেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি ও রাজশাহী সাংবাদিক কল্যাণ সমিতির মহাসচিব এবং বাংলাদেশ প্রতিদিন ও দেশ টিভির প্রতিনিধি কাজী শাহেদ, বৈশাখী টিভির সিনিয়র সাংবাদিক আব্দুস সাত্তার ডলার, বরেন্দ্র প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আলাউদ্দিন মন্ডল, সহ-সভাপতি আনসার তালুকদার স্বাধীন, সহ-সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান জীবনসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যগণ।

প্রেসক্লাবের উদ্দেশ্য ও ভবিষ্যৎ লক্ষ্য
রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব তার তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করে, যার মূল লক্ষ্য সংবাদমাধ্যমের পেশাদারিত্ব এবং স্বাধীনতা বজায় রাখা। সমাজের কল্যাণে সাংবাদিকদের ঐক্যবদ্ধ রাখা, স্বাধীনভাবে সঠিক ও নির্ভুল তথ্য উপস্থাপন নিশ্চিত করা এবং সংবাদ মাধ্যমের মাধ্যমে দেশের মানুষের অধিকার রক্ষা করা এ প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য। এই প্রেসক্লাবটি সংবাদপত্র জগতের উন্নয়ন এবং সাংবাদিকদের মান উন্নয়নের পাশাপাশি সংবাদ মাধ্যমের ভূমিকা জোরদার করতে কাজ করে যাচ্ছে।

সাংবাদিকদের ভূমিকা ও চ্যালেঞ্জ
সাংবাদিকরা শুধু সংবাদ সংগ্রহ ও উপস্থাপন করেন না, অনেক সময় জীবনের ঝুঁকি নিয়ে ঘটনাস্থলে উপস্থিত থাকতে হয়। বিশেষ করে বিপদাপন্ন এলাকাগুলোতে বা সংবেদনশীল ঘটনার সময় তাদের পেশাগত দায়িত্ব পালনে বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। অনেক সময় সাংবাদিকরা অন্ধকার ও বিপদজনক পরিস্থিতিতে জীবন হারান। বরেন্দ্র প্রেসক্লাব এমন সাংবাদিকদের পাশে থেকে তাদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করতে সবসময় সচেষ্ট।

ব্যক্তিগত শুভেচ্ছা বার্তা:
আমি, দৈনিক গণমানুষের আওয়াজের প্রতিনিধি: মো. কাজল ইব্রাহিম, রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে সকল সাংবাদিকদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আল্লাহ তাআলা সবাইকে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু প্রদান করুন এবং দেশ ও জাতির কল্যাণে নিষ্ঠার সঙ্গে কাজ করার তৌফিক দান করুন। সাংবাদিকরা যেন দায়িত্বশীলতার সঙ্গে দেশের উন্নয়নে অবদান রাখতে পারেন, এই কামনা করি।

আন্তর্জাতিক মানের সংযোজন:
রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন একটি গুরুত্বপূর্ণ মাইলফলক, যা শুধু স্থানীয় নয়, আন্তর্জাতিক সংবাদমাধ্যমের মানও অর্জন করেছে। এই প্রেসক্লাবের মূল উদ্দেশ্য হচ্ছে সাংগঠনিকভাবে সাংবাদিকদের ঐক্যবদ্ধ রাখা, স্বাধীন সাংবাদিকতার পরিবেশ সৃষ্টি করা এবং সমাজের প্রতিটি স্তরের মানুষের অধিকার রক্ষায় সংবাদ মাধ্যমের ভূমিকা আরও শক্তিশালী করা।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।