শনিবার, ২৪ মে ২০২৫, ০৯:১৭ পূর্বাহ্ন
ময়মনসিংহ উওর জেলা প্রতিনিধিঃ
ময়মনসিংহ নান্দাইলে গত ২২শে মে রোজ বৃহস্পতিবার ৮ নং সিংরুইল ইউনিয়ন ৭ নং ওয়ার্ড রতন বাজার হতে বগরিকান্দা দক্ষিণপাড়া ২ কিলোমিটার রাস্তা দেখার জন্য এলাকায় ছুটে যান নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার শারমিন সাত্তার । সামান্য বৃষ্টির হলেই বৃষ্টির পানিতে নাজেহাল হতে হয় গ্রামবাসীকে। গত ২ দশক ধরে প্রতিশ্রুতি দিয়ে কথা রাখেনি জনপ্রতিনিধিরা। ২ কিলোমিটার রাস্তা দিয়ে দৈনিক আনুমানিক প্রায় চার হাজার লোক যাতায়াত করে। অনেক প্রতিনিধিরা আশার বাণী শোনালেও দূর হলো না রাস্তার ভোগান্তি।ছেলেমেয়েরা যেতে পারে না স্কুল কলেজ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ।
বর্ষাকালে জরুরী রোগীদের নিতে হয় চিকিৎসার জন্য ভ্যান গাড়ি ঠেলাইয়া। ভোগান্তির কথা শুনে চলে যান নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার শারমিন সাত্তার। সরজমিনে রাস্তার সাধারণ মানুষের ভোগান্তি দেখে স্হানীয় জনগণের সহযোগিতায় দ্রুত রাস্তাটির সংস্কারের উদ্যোগ গ্রহণ করবেন বলে জানান ।৮ নং সিংরুইল ইউনিয়ন বগরী কান্দা গ্রামের বকুল মিয়া রাস্তার ভোগান্তির জন্য বহুদিন থেকেই অনেক অফিসে যোগাযোগ করে যাচ্ছেন। এলাকা বাসিরা বলেন আমরা আশা করি
উপজেলা নির্বাহী অফিসার আসছেন আমাদের রাস্তার ভোগান্তি দেখেছেন আমাদের কষ্ট দূর হবে।