মেহেদী হাসান হৃদয়,,
লালমোহন উপজেলার যুবলীগের সাধারণ সম্পাদক ও লালমোহন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মঞ্জুর বিরুদ্ধে স্থানীয় ব্যবসায়ী জসিম উদ্দিনের জমি দখলের অভিযোগ উঠেছে। ক্ষমতার অপব্যবহার করে জসিম উদ্দিনের দীর্ঘদিনের বসতভিটা ও ১৬ শতাংশ জমি জোরপূর্বক দখল করেছেন মঞ্জু।
জসিম উদ্দিনের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, উক্ত জমি নিয়ে জসিম উদ্দিন ও মঞ্জুর মধ্যে বিরোধ চলছিল। এই বিষয়ে থানায় অভিযোগ জানানো হলে, অভিযুক্ত মঞ্জু আওয়ামী লীগ করে বলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়নি।
জসিম উদ্দিনের দাবি, জসিম উদ্দিন বি-এন-পি, করে সে জন্য জমি দখলের সময় মঞ্জু তার দলীয় প্রভাব খাটিয়ে আওয়ামী লীগ ক্যাডার বাহিনী ব্যবহার করেন এবং তাদের বাড়িতে হামলা চালান। জমি নিয়ে উভয় পক্ষের কাগজপত্র যাচাইয়ের পর স্থানীয় আওয়ামী লীগ নেতাদের উপস্থিতিতে শালিসে মঞ্জুর পক্ষে রায় দেওয়া হয়।
স্থানীয় ভুক্তভোগী ও সাধারণ মানুষ এ ঘটনায় সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানিয়েছেন।