শনিবার, ২৪ মে ২০২৫, ০৯:২৯ অপরাহ্ন

বিজ্ঞাপন :
সংবাদিক নিয়োগ! আপনি যদি সাংবাদিকতা এবং প্রতিবেদনে অভিজ্ঞ হন এবং ব্রেকিং নিউজ থেকে প্রাথমিক প্রতিবেদন তৈরি করার জন্য আগ্রহী হন, তবে সম্মানিত সংবাদ সংস্থা তে আপনার জন্য সুযোগ আছে। সংবাদিক মান্যতা এবং প্রতিবেদন ক্ষমতা সাথে জয়েন করুন।
সংবাদ শিরোনাম
রাস্তার বেহাল দশার কথা শুনে ছুটে যান নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার শারমিন সাত্তার। জীবননগর থানাধীন গোপালনগরে’ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত। বোরহানউদ্দিনে মানবতার আলোকবর্তিকা সমাজসেবক মোঃ কবির পালোয়ান: রাজনীতি নয়, মানুষই তার মূল প্রতিশ্রুতি পশুরহাট ইজারাদার,খামারী ও ব্যবসায়ীদের সাথে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে পুলিশ সুপারের মতবিনিময়। লতিবাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুলড্রেস বিতরণ, স্বচ্ছ নিয়োগ, জবাবদিহিমূলক পোস্টিং ও দুর্নীতিমুক্ত সেবা–খুলনা রেঞ্জ ডিআইজির নতুন দিগন্ত চুয়াডাঙ্গা সদর থানাধীন দশমাইল বাজারে ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত নান্দাইলে ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন,হুমকির মুখে নদী পাড় ও ফসলী জমি। গোপালগঞ্জে নিখোঁজের তিনদিন পর নারীর অর্ধগলিত লাশ উদ্ধার আলমডাঙ্গা থানা পুলিশ কর্তৃক ২০(বিশ) পিচ মাদকদ্রব্য Tapentadol Tablet, গ্রেফতার ০১ জন।

লিটন-অর্নার ছত্রছায়ায় আ. লীগ করে কোটিপতি হয়ে এখন রুপ পাল্টে বিএনপির নেতা।

স্টাফ রিপোর্টার:

সুবিধাবাদীদের দাপটে কোনঠাসা প্রায় ত্যাগী নেতাকর্মীরা। এমন ঘটনা ঘটেছে গত ৫ আগষ্ট সরকার পতনের পর থেকেই আওয়ামী লীগের কিছু নেতাকর্মী রাতারাতি বিএনপি হয়ে গেছে এবং বিএনপির রাজনীতিতে মাঠ দখলের চেষ্টা চালাচ্ছে। আর ত্যাগী জেল জুলুম নির্যাতন ভোগকারী নেতাকর্মীরা এদের দাপটে কোনঠাসা প্রায়। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে মেয়র প্রার্থী লিটন এবং সংসদ সদস্য নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা শফিকুর রহমান বাদশার কাঁচির পক্ষে প্রচার-প্রচারনার করেছিলেন নগরীর দাশ পুকুর এলাকার সালাম .. শিশির ও শাওন। স্থানীয়রা জানান তার ভাই শফিকুল ওরফে কানা শফিকুল বিএনপির নেতা ছিলেন। সালাম ও শিশির ২০০৮ সালের নির্বাচনে বিএনপি নেতা মিজানুর রহমান মিনুর ধানের শীষের পক্ষে প্রচার প্রচারনার চালান। আওয়ামী লীগ সরকার আসার পর থেকেই ভোল্ট পাল্টে তাদের চেম্বারে শেখ হাসিনার ছবি লাগিয়ে আওয়ামী লীগ হয়ে যান। সালাম একজন ঠিকাদার। সে সড়ক ও জনপথ সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে ঠিকাদারি করে। তারা চরের বাসিন্দা। তাদেরকে এলাকায় চাইরা নামে সবাই চিনে। তবে তাদের অতি পরিচিত নাম হলো তারা ভূমিদস্যু। আলিগঞ্জ ও হড়গ্রাম ইউনিয়নের স্থানীয়রা জানান জবর দখল করে জমি নেওয়া বিক্রি করার মতো বহু অপরাধ করলেও তাদের সন্ত্রাসী কর্মকান্ডের ভয়ে কেউ মুখ খুলেনা। জমি দখল কে কেন্দ্র করে শফিকুল ও স্থানীয় আওয়ামী লীগ নেতা মাহতাব এর মাঝে সংঘর্ষ ঘটে এতে শফিকুল ও মাহতাব গ্রুপের একজন নিহত হয়। এতে উভয় পক্ষই মামলা দায়ের করে যা বর্তমানে চলমান। সালামদের বিরুদ্ধে মামলা দায়ের করেন রাজশাহী সিটি কর্পোরেশনের ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর কামাল হোসেন। মামলার বিষয় নিয়ে কামালের সঙ্গে কথা বলে জানা যায় তিনি সালাম সহ তাদের ওপর একটি হত্যা মামলা দায়ের করেন। মাহতাব ও কামালের ভাতিজাকে হত্যা করার দায়ে।
এছাড়া ও তাদের বিভিন্ন অভিযোগের মধ্যে আরেকটি অভিযোগ লক্ষীপুরে একটি মার্কেট দখল করেও তারা সেখানে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন চক্ষু ডাক্তার জানান, আমাদেরকে নাম মাত্র টাকা দিয়ে আমাদের কাছ থেকে জমি কিনে নেয় সালাম। ২০২৩ সালের নির্বাচনে প্রকাশ্যে মেয়র লিটনের নৌকার পক্ষে প্রচার প্রচারনা চালান সালাম , শিশির ও শাওন। মেয়র লিটনের মেয়ে অর্না জামানের সাথে তার একাধিক ছবি রয়েছে শাওনের। সাবেক মেয়র লিটনের বাসা ও নগর ভবনেও দেখা যেত পিতাপুত্র সালাম ও শিশিরকে।
৫ আগষ্ট সরকার পতনের পরে ভোল্ট পাল্টে তারা বিএনপির নেতা হওয়ার চেষ্টা করছেন। তাদের চেম্বার সহ একাধিক জায়গায় শহীদ জিয়া, খালেদা জিয়া এবং তারেক রহমানের ছবি রেখেছেন। তারা নিজেদেরকে মিজানুর রহমান মিনু গ্রুপের বলে দাবী করছেন। বিএনপির স্থানীয় নেতারা জানান আমরা আন্দোলন সংগ্রামে মাঠে ছিলাম। হঠাৎ করে সালাম ও তার ছেলে শিশির ও শাওন নিজেদেরকে বিএনপির নেতা বলে দাবি করছে। কখনো বলছে আমি মিনু গ্রুপের আবার কখনো বলছে আমি মিলন গ্রুপের লোক। দুলু মন্ত্রীর নাম ভাঙ্গিয়ে তারা স্বেচ্ছাসেবকদের মাঝে পানি ও খাদ্য বিতরণ করে। নাটোরের সাবেক এমপি দুলু বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ছিলেন। সাবেক এমপি ও মন্ত্রী দুলুর সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন এখন অনেকেই আমাদের নাম ভাংগিয়ে বিএনপির নেতা হওয়ার সুযোগ নিবে। মহানগর বিএনপির সদস্য সচিব মামুন জানান বিএনপির নাম ভাঙ্গিয়ে কেউ বিশৃঙ্খলা করলে তার দায় ভার আমরা নেব না।
৩ নং ওয়ার্ডের স্থানীয়রা অভিযোগ করেন সরকার পতনের পরপরই এলাকার কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা মাহতাবের চেম্বার ভাংচুর করেন সালামের নির্দেশে তার ভাই সহ তাদের বাহিনী। এলাকাবাসী আরও জানান তারা এখন বিএনপির নেতা হয়েছে কিছু দিন আগেও তারা কথায় কথায় লিটন ও অর্না জামানের নাম ভাঙ্গিয়ে ভয় দেখাতো আর এখন মিনু ও মিলনের নাম ভাঙ্গিয়ে ভয় দেখাচ্ছে। তারা এতোদিন আওয়ামী লীগের নাম ভাঙ্গিয়ে বিভিন্ন অপকর্ম করেছে এখন বিএনপির নাম ভাঙ্গিয়ে অপকর্ম চালাচ্ছে তাহলে দেশের পরিবর্তন করে কি লাভ হয়েছে। আগের মতই লুটপাট হলে বিএনপি আর আওয়ামী লীগের মধ্যে পার্থক্য কোথায়। এরা জনগণকে নিরাপত্তা দিবে কিভাবে এরাই আওয়ামী লীগের আমলে লুটপাট করেছে এখন বিএনপির হয় লুটপাট করবে। এ বিষয়ে সালামের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি মোবাইল ফোন রিসিভ করেনি। এছাড়া শিশিরের সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
বিএনপির একটি সুত্র জানায় সালামের ছোট ভাই শফিকুল এক সময় বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক ও থানা বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। তবে সালাম ও শিশির বিএনপির কোন পোস্টে ছিলেন না। তাদেরকে দেখেছি ১৫ আগষ্টে এলাকায় সিন্নি বিতরণ করতে, মেয়র লিটন আসলে ৪০-৫০ জন ছেলে নিয়ে লিটনের পাশে থাকতে। এছাড়া ওয়ার্ড ক্লাস্টারের অফিস উদ্বোধনে মেয়র লিটনের পাশে ছিলেন সালাম, সেই ছবি স্থানীয় বিভিন্ন পত্রিকায় ছাপা হয়।
মেয়র নির্বাচন ও সংসদ নির্বাচনের সময় তাদের দাপটে স্থানীয় আওয়ামী লীগের নেতারা সালামের কাছে জিম্মি হয়েছিলেন। তাদের কথা মতো কার্যক্রম পরিচালিত হতো সেই সুবাদে মেয়র লিটনের খুব কাছের লোক সালাম।
এছাড়াও বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র শিবিরের মহানগর সাংগঠনিক সম্পাদক হত্যা মামলার অন্যতম আসামী রাজশাহী কলেজ ছাত্রলীগের সভাপতি রাশিক দত্তের সাথে একাধিক ছবি রয়েছে শাওন এর।
এলাকাবাসীর দেয়া তথ্য মতে এরা লিটন ও অর্না জামানের ক্যাডার এরা সুবিধাবাধী এখন বিএনপির হয়ে এলাকায় দাপট দেখাচ্ছে। ছাত্র জনতার আন্দোলনে স্বৈরাচারী হাসিনা সরকারের পতন হয়েছে তবে যাদের দিয়ে নির্যাতন করতো তাদের পতন হয়নি তারা এখন রাতারাতি রুপ পাল্টে বিএনপির বড় নেতা হয়ে গেছে , আর আওয়ামী লীগের নির্য়াতন মামলা জেল জুলুম খাটা বিএনপির নেতারা কোনঠাসা হচ্ছে মুল্যায়ন পাচ্ছে না। এমনই কিছু ভোল্ট পাল্টানো নেতার দাপট দেখা মিলছে গত ৫ আগষ্টের পর থেকে।##

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।