শনিবার, ২৪ মে ২০২৫, ০১:০১ অপরাহ্ন
আকরাম হোসেন নান্দাইল ময়মনসিংহ প্রতিনিধিঃ
পূর্ব শত্রুতার জেরে দুরন্ত শিশু শিক্ষা একাডেমি, দোকান পাট, বাড়িঘর ভাঙচুর অগ্নিসংযোগ ও মালামাল লুট করে প্রায় ৫০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি করেছে বলে জানা গেছে। এঘটনাটি ঘটেছে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনার পতনের পর ৫ আগষ্ট সন্ধ্যায় তাড়াইল উপজেলার ২ নং রাউতি ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বানাইল বাজার ও বানাইল গ্রামে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ ও থানা পুলিশের কার্যক্রম না থাকায় আইনি ব্যবস্থা নিতে পারে নাই জানিয়ে
১২ আগষ্ট সোমবার এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বানাইল গ্রামের মৃত আঃ আজিজ ভূঞার পুত্র মোঃ শফিকুল ইসলাম ভূঞা জানান পূর্ব শত্রুতার জের ও নির্বাচনে পরাজয়ের প্রতিশোধ নিতে ছাত্র জনতার আন্দোলনে সরকার পতনের সুযোগ কাজে লাগিয়ে এ হামলা ও লুটপাট চালিয়েছে। ৫ আগষ্ট সন্ধ্যায় প্রথমে উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ জহিরুল ইসলাম জীবন তাঁর ক্যাডার বাহিনী নিয়ে বানাইল বাজারের পাশে দুরন্ত শিশু শিক্ষা একাডেমি ভাংচুর লুটপাট ও অগ্নিসংযোগ করে খবর পেয়ে একাডেমি পরিচালক মোঃ আফজাল হোসেন আজম স্কুলে পৌঁছা মাত্র মাথায় কোপ দেয় এবং হাতের ৪ টি আঙ্গুল কেটে ফেলে। গুরুতর আহত আজমকে কিশোরগঞ্জ হাসপাতালে নিয়ে যাওয়া হয় । আক্রমণ কারীরা বাজারে আমার কীটনাশকের দোকান ভাঙচুর মালামাল ও ৫০ টি গ্যাস সিলিন্ডার নিয়ে যায় এবং আমার চাচাতো ভাই গোলাম সন্ধ্যানীর দোকান ভাঙচুর ও মালামাল লুট করে। পরদিন ৬ আগষ্ট সুসংগঠিত হয়ে নূর শরীফ জূয়েলের হুকুমে তার ভাই রাজুর নেতৃত্বে ক্যাডাররা ২ নং রাউতি ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন তারিকের বাড়ীতে হামলা ভাংচুর স্বর্ণালঙ্কার আসবাবপত্র সহ সর্বসাকুল্যে প্রায় ৫০ লক্ষ টাকা লুটপাট করে। যাওয়ার সময় আমাদেরকে প্রাণনাশের হুমকি দেওয়ায় শিশু কিশোর মহিলা সহ বাড়ির লোকজন আতংক দিন যাপন করছে। থানা পুলিশের কার্যক্রম শুরু হলে মামলা করা হবে।এন্যাক্কারজনক ঘটনায় সন্ত্রাসীদের কঠোর বিচারের দাবি জানাচ্ছি। এঘটনাটির সাথে বৈষম্য বিরোধী ছাত্র জনতা ও বিএনপি জড়িত নয়।
এদিকে অভিযোক্ত উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ জহিরুল ইসলাম জীবন, নূর শরীফ জূয়েল, ও রাজুর সাথে বারবার যোগাযোগ করে
তাদের পাওয়া যায়নি।