মঙ্গলবার, ০৮ Jul ২০২৫, ১১:০৩ অপরাহ্ন

বিজ্ঞাপন :
সংবাদিক নিয়োগ! আপনি যদি সাংবাদিকতা এবং প্রতিবেদনে অভিজ্ঞ হন এবং ব্রেকিং নিউজ থেকে প্রাথমিক প্রতিবেদন তৈরি করার জন্য আগ্রহী হন, তবে সম্মানিত সংবাদ সংস্থা তে আপনার জন্য সুযোগ আছে। সংবাদিক মান্যতা এবং প্রতিবেদন ক্ষমতা সাথে জয়েন করুন।
সংবাদ শিরোনাম
আদাবর থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে ৫ জন গ্রেফতার। খুলনা জেলা পুলিশের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীর ভূয়া সাংবাদিক নজরুল ইসলাম জুলুর বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন নবকাম পল্লী কলেজের বিদ্যোৎসাহী সদস্য হলেন ফরিদ হোসেন। ফরিদপুর বোয়ালমারী উপজেলার রুপাপাত ইউনিয়নের তেতুলিয়া গ্রামের ৬০০ মিটার কাঁচা রাস্তায় চরম জনদুর্ভোগ বটিয়াঘাটা সহকারী কমিশনার (ভূমি) সরকারি ভরাটী খাল ও নদীর অবৈধ দখল উচ্ছেদে সরেজমিনে পরিদর্শন সমাজ সেবা ও সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য Star Bangladesh Award 2025 সম্মাননা এওয়ার্ড গ্রহণ করলেন মোঃ হুমায়ুন কবীর মৃধা! খুলনা কেএমপির হরিণটানা বাবলু দত্ত হত্যায় সম্পৃক্ত ২ জন আসামী গ্রেফতার এবং হত্যাকান্ডে ব্যবহৃত আলামত উদ্ধার। ঢাকার আদাবর-১০ মাদক ডিলার টুন্ডা বাবুর হুমকি ব্যবসায় সহযোগিতা না পেলে এলাকাবাসীকে করবে হত্যা কিশোরগঞ্জে ৩দিনব্যাপী ফল মেলা উদ্ভোধন ও আলোচনা সভা,

সংলাপ বনাম রাষ্ট্র সংস্কার। দেশের সকল রাজনৈতিক দলের দৃষ্টি আকর্ষণ। কাদের ইশতেহারে বসবে হিসাব।

অথই নূরুল আমিন

(দ্বিতীয় পর্ব ) ৪. কৃষি ব‍্যবস্থা : দেশের কৃষি এবং খামার ব‍্যবস্থাপনায় সরকারের কোনো ভূর্তুকি থাকবে না। তবে কৃষক এবং খামারীরা বিনা লাভে শর্ত সাপেক্ষে লোন পাবেন। প্রতিটা লোন একটি সিজন বা এক বছর মেয়াদী। কৃষকদের সার বীজ কীটনাশক সরবরাহ করণের জন্য সরকার ঘোষিত কোনো ডিলার থাকবে। না। এই ডিলাররা যত নষ্টের মুল। ব‍্যবসায়ীরা তা সরবরাহ করবে। প্রয়োজনে দেশের বাহির থেকে আমদানি করবে।
৫. দেশের সকল ক্ষুদ্র ব‍্যবসায়ীরা লোন পাবেন। ভাসমান ও হকারেরাও লোন পাবেন। সহজ শর্তে।
৬. ভূমিহীন গৃহহীনেরা শর্ত সাপেক্ষে পুর্নবাসন পাবেন। মধ‍্যবিক্ত পরিবারের জন‍্য সহজ কিস্তিতে ঘরের ব‍্যবস্থা করা হবে।
৭. কৃষি কাজে নিয়োজিত শ্রমিকেরা, খামারি কাজে নিয়োজিত শ্রমেকেরা, পুরুষ এবং নারী উভয়ের জন‍্য এবং ইমারত শ্রমিকেরা,সরকারিভাবে পেনশনের ব‍্যবস্থা থাকবে। ৬০ বছরের উর্ধ্বে সকলের জন‍্য। তিরিশ বছর বয়সে আবেদন করতে হবে।
৮. বর্তমানে অটোরিকশা চালক ভ‍্যান চালক ইজিবাইক চালক এবং বাইক চালকেরা নিজের এবং সমাজের বা সরকারের কোনো কল‍্যাণে আসছে না হিসাবে বিবেচিত হবেন।
৯. এস এস সি পাশ বা ফেল সকল নাগরিকের জন‍্য সরকারের পক্ষ থেকে নিজস্ব কর্মসংস্থানের বা কারিগরি কর্মসংস্থানের বা এককালিন পূঁজি দেবার ব‍্যবস্থা করবে। তবে কমপক্ষে এস এস সি পর্যন্ত লেখাপড়া না করলে সরকার কর্মসংস্থানের কোনো ব‍্যবস্থা কাউকে করে দিবে না। কারণ বর্তমান সরকারের আমলে এস এস সি ৪০% পাস করার ব‍্যবস্থা থাকবে। যারা ফেল করবে। তাদের জন‍্য সঙ্গে সঙ্গে মিল কারখানার চাকরির সুযোগ থাকবে।
১০. বতর্মান সরকারের সরকারি নিয়োগে। সরকারি চাকরির বয়স সীমা থাকবে ২০ বছর। বেতন থাকবে ২০ হাজার টাকা মাসিক বা বতর্মান বেতনের অর্ধেক ক্ষেত্র বিশেষ ও সরকারি অন‍্য সুযোগ সুবিধা। এখানে ঘুষ লাগবে না এক টাকাও।( চাকরির সিকিউরিটি হিসাবে শর্ত পূরণ জরুরি )তা নাহলে বেকারত্ব কমানো সম্ভব নয়। বতর্মান সরকারের আমল থেকে এই পদ্ধতি চালু করলে দেশের অনেক যুবকের স্বপ্ন পূরণ করা সম্ভব।
১১. কৃষি জমি বা বসবাসের জমি আর নষ্ট করা হবে না। দেশে আর ফোরলেন, ছয়লেন, আটলেন,সড়ক বা মহা সড়ক পাগলের মতো করা হবে না। বিকল্প ব‍্যবস্থা করে নতুনভাবে রাস্তা করার ব‍্যবস্থা করা হবে।

১২. পদ্মা মেঘনা যমুনার পাড় ঘেসে সরকারি অর্থায়নে শর্ত সাপেক্ষে এক কোটি পরিবারের বসবাস যোগ্য বাসস্থান করে দেয়া হবে। যা বন‍্যা ঝুঁকি মুক্ত থাকবে। এবং এই এক কোটি পরিবারের জন‍্য কৃষি খামার মৎস‍্য চাষ এবং পশু পালনের সবধরনের ব‍্যবস্থা সরকার করে দেবে। তাহলে সমগ্র দেশে আমাদের দেশীয় পণ্য মাছ মাংসর দাম সীমিত থাকবে।

১৩, বিবাহ নীতিমালা : ছেলেদের ও মেয়েদের সঠিক সময় বিয়ে হলে সমাজের অনেক অসামাজিক কার্যক্রম কম হবে। তাই অর্থহীন কর্মঠ ছেলে এবং মেয়ে উভয়ের নামে সরকার বিনা লাভে ব‍্যাংক লোন দিবে। যার পরিশোধ মেয়াদ থাকবে এক থেকে তিন বছর মেয়াদী।( শর্ত সাপেক্ষে ) লোনের পরিমাণ এক লাখ থেকে পাঁচ লাখ পর্যন্ত।
১৪. প্রবাসীদের জন‍্য সুযোগ সুবিধা : সকল প্রবাসীদের কে বিমান বন্দর থেকে সরকারিভাবে সরকারের গাড়ি দিয়ে আপন গন্তব্যে পৌঁছে দেয়া হবে। এছাড়া বিদেশে চাকরির জন‍্য যারা যাবেন, যাদের আর্থিক সংকট থাকবে তারাও লোন পাবেন সরকারের পক্ষ থেকে। মাসিক কিস্তিতে।

১৫. দেশের প্রতিটা নাগরিকের জন‍্য জিরো থেকে সর্বোচ্চ বয়স পর্যন্ত। ” জাতীয় নাগরিক ফান্ড ” নামে কার্ড থাকবে। উক্ত কার্ড দিয়ে পাঁচ হাজার টাকা থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত এটিএম বুথ থেকে কোনরকম জামিন ছাড়াই উত্তোলন করা যাবে এবং আবার সময় মতো জমা দেয়া যাবে। উল্লেখিত কার্ড দিয়ে যারা একটানা তিন বছর টাকা উত্তোলন না করবে। সরকার তখন পাঁচ হাজার এবং দশ হাজার টাকা করে অফেরত যোগ‍্য টাকা দেয়া হবে। উল্লেখিত কার্ড সরবরাহ করার পর থেকে জন্ম নিবন্ধন পদ্ধতি বাতিল করা হবে।

অথই নূরুল আমিন
কবি কলামিস্ট ও রাষ্ট্র বিজ্ঞানী
৬ মে ২০২৫

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।