শনিবার, ২৪ মে ২০২৫, ০১:২৬ পূর্বাহ্ন
ইন্দ্রজিৎ টিকাদার
বটিয়াঘাটা(খুলনা)প্রতিনিধিঃ
খুলনা’র জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম বলেছেন, সরকারের সকল পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে এক যোগে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যেতে হবে । স্ব-স্ব দপ্তরের জনসাধারণের জন্য যে সকল সুযোগ সুবিধা রয়েছে তাদের আন্তরিকতার সাথে ওই সেবা গুলো নিশ্চিত করতে হবে । সাধারণ মানুষ তাদের ন্যায্য অধিকার সেবা থেকে যেন বঞ্চিত না হয় সেদিকেও লক্ষ্য রাখতে হবে । সকল কর্মকর্তা ও কর্মচারীদের মনে রাখতে হবে আমরা প্রজাতন্ত্রের কর্মচারী ও জনগণের সেবক ।তিনি গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় বটিয়াঘাটা উপজেলার সকল দপ্তরের কর্মকর্তাদের সমন্বয়ে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা গুলো বলেন । সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার হোসনে আরা তান্নি । সভায় অন্যান্যের উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ শরীফ শাওন, থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তফা খায়রুল বাশার, প্রানী সম্পদ অফিসার ডাঃ পলাশ কুমার দাস, কৃষি অফিসার কৃষিবিদ আবু বকর সিদ্দিক, সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ সেলিম সুলতান, সমাজ সেবা কর্মকর্তা নিগার সুলতানা,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শরীফ মোহাম্মদ রুবেল, মাধ্যমিক শিক্ষা অফিসার জাহিদুর রহমান, প্রাথমিক শিক্ষা অফিসার জিএম আলমগীর কবির, যুব উন্নয়ন কর্মকর্তা আবু বকর মোল্লা, মহিলা বিষয়ক কর্মকর্তা নবনীতা দত্ত, জনস্বাস্থ্য প্রকৌশল, সমবায় কর্মকর্তা জান্নাতুননেছা, বিআরডিবি কর্মকর্তা সুলতানা নাসরিন,পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা দেবু টিকাদার, সহকারী প্রকৌশলী অভিজিৎ চক্রবর্তী,উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, সাংবাদিক রিপন কুমার রায়, সাংবাদিক সুদীপ্ত বিশ্বাস শুভ, অফিস সহকারী মোঃ দেলোয়ার হোসেন প্রমুখ । জেলা প্রশাসক পরে থানা পরিদর্শন করেন। এ সময় তাঁকে গার্ড অব অনার প্রদর্শন করা হয় । সকাল সাড়ে ১০ টায় তিনি মহম্মদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন ।