মঙ্গলবার, ০৮ Jul ২০২৫, ০১:২৭ পূর্বাহ্ন
বাহাদুর চৌধুরী।
পার্বত্য চট্টগ্রাম ১৮-১০-২০২৪ ইং চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের পটিয়া রেঞ্জের বরগুনি বিট এলাকার জামিরজুড়ি নামক স্থানে সংরক্ষিত বন হইতে কর্তনকৃত সেগুন কাঠ উদ্ধার করতে যেয়ে কাঠচোর সন্ত্রাসীদের আক্রমণে মারাত্মক আহত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন পটিয়া রেঞ্জের রেঞ্জ কর্মকতা এমদাদুল হক, মোঃ লোকমান, এফজি।আহত হয়েছেন অভিযানে অংশগ্রহণ করা আরো ছয় বন কর্মী।
এভাবেই টেকনাফ থেকে তেতুলিয়া বাংলাদেশর পরিবেশ রক্ষাকারী নিরস্ত্র বন কর্মীদের উপর হামলা করে রক্ত ঝরাচ্ছে সন্ত্রাসীরা। আর কত রক্ত ঝড়ালে দখলদার বন ধ্বংস কারীদের কবল থেকে রক্ষা পাবে বাংলার বন বিভাগের কর্মকর্তা কর্মচারীরা। কয়েক মাস আগে বন বিভাগের উখিয়াতে সাজ্জাদকে হত্যা করেছিল বনকে করা এখনও প্রজাতন তাঁর সঠিক বিচার হয় নাই এই বাংলার মাটিতে, তার ও কিছুদিন আগে বন রক্ষক ইউসুফ কে মহেশখালীতে হত্যা করা হয়েছিল সেটিরও এখনো পর্যন্ত বিচার হয় নাই। এরপর বন রক্ষা করতে গিয়ে কার পালাকেউ কি জানেনা? হয়ত বাংলাদেশ বন বিভাগের প্রধান কর্মকর্তা আমিরুল ইসলাম চৌধুরী, নতুবা সাধারণ একজন বন রক্ষক। এখানে আমার ও আমাদের মানবাধিকার ফাউন্ডেশন এর পক্ষ থেকে একটি প্রশ্ন এসেছে বন খেক সন্ত্রাসীদের হাতে মরার জন্যই মনে হয় বন বিভাগে যোগদান করেছিল আমাদের সূর্য-সন্তান বন কর্মকর্তা কর্মচারীরা । প্রতিকার / বিচার করার জন্য কোথাও কেউ নেই।