রবিবার, ২৫ মে ২০২৫, ০৯:৫৮ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি ১/৫/২০২৫ইং
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে চাঁদাবাজি, ছিনতাই ও মাদক ব্যবসা বন্ধের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল এবং কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে স্বারক লিপি প্রদান করেছেন মোগরাপাড়া এলাকার ক্ষুদ্র ব্যবসায়ী, দোকানদার ও ডিলারশিপ মালিকগণ।
বৃহস্পতিবার ১লা মে সকালে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তায় ঢাকা – চট্টগ্রাম মহাসড়কে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল বের করা হয়।
এসময় ক্ষুদ্র ব্যবসায়ী, দোকানদার ও ডিলারশিপ মালিকগণ অত্যন্ত দুঃখের সহিত জানান, এলাকার মোগরাপাড়া চৌরাস্তা বাজার ও তার আসে পাশে দীর্ঘদিন ধরে একটি অসাধু চক্রের লিডার মোঃ সোহান এবং তারা দল নিয়মিতভাবে চাঁদাবাজি, ছিনতাই ও মাদক ব্যবসা করে আসছে। এই বেআইনি কর্মকাণ্ডের ফলে সাধারণ ব্যবসায়ী, দোকানদার, ডিলারশিপ মালিকগণ সহ শ্রমজীবী মানুষসহ সাধারণ নাগরিকগণ নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন।
চাঁদার দাবিতে হুমকি, ভয়ভীতি, জোরপূর্বক অর্থ আদায় এবং প্রশাসনের নাম ভাঙিয়ে চাঁদাবাজির ঘটনা দিন দিন বেড়েই চলেছে। এই পরিস্থিতি সমাজে আইনশৃঙ্খলার অবনতি ঘটাচ্ছে এবং মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকে চরমভাবে ব্যাহত করছে।
এসময় উপস্থিত ব্যবসায়ীগণ চাঁদাবাজদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করে একটি স্বারক লিপি পেশ করেন এবং তাদের দাবীসমুহ উল্লেখ করেন।
স্বারক লিপিতে ব্যবসায়ীদের উল্লেখকৃত
দাবিসমূহ:
১. চাঁদাবাজদের বিরুদ্ধে দ্রুত তদন্ত করে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ।
২. চাঁদাবাজি রোধে স্থায়ী নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ।
৩. সাধারণ নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতকরণ।
৪. চাঁদাবাজির শিকার ব্যক্তিদের জন্য একটি অভিযোগ দাখিল ও সহায়তা প্ল্যাটফর্ম চালু করা।
চাঁদাবাজির মতো অবৈধ ও নিন্দনীয় কর্মকাণ্ড বন্ধে প্রশাসনের দৃঢ় পদক্ষেপই পারে একটি সুশাসিত ও নিরাপদ সমাজ গড়ে তুলতে। তাই অনতিবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসকের সদয় দৃষ্টি ও কার্যকর
হস্তক্ষেপ কামনা করছেন সোনারগাঁওয়ের সকল ব্যবসায়ীদের পক্ষ থেকে সোনারগাঁও ব্যবসায়ী সমিতির সভাপতি মো: রাজা মিয়া।