শনিবার, ২৪ মে ২০২৫, ০৭:১৯ অপরাহ্ন
নান্দাইল প্রতিনিধিঃ
২ সেপ্টেম্বর ২০২৪ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করে ২নং মোয়াজ্জেমপুর ইউনিয়ন বিএনপি। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইয়াসের খান চৌধুরী সদস্য ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি। বক্তৃতায় প্রধান অতিথি বলেন দেশনায়ক তারেক রহমানের নির্দেশ যারা বিএনপির নাম করে বিভিন্নভাবে চাঁদাবাজি করছে তাদেরকে আইনের হাতে তুলে দিন এবং বিএনপিকে ঐক্যবদ্ধ করতে সকলেই একযোগে প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে সাধারণ মানুষের সাথে ভালো ব্যবহার করে সাংগঠনিক শক্তি বৃদ্ধি করুন। এসময় মঞ্চে উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি’র সদস্য কাজী আব্দুস সাত্তার, রফিকুজ্জামান মনির, উপজেলা বিএনপি নেতা মিজানুর রহমান লিটন, নান্দাইল পৌর বিএনপির আহ্বায়ক প্রার্থী আশরাফ উদ্দিন বাদল, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান রাসেল, কামরুল ইসলাম মন্ডল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক বাবুল আহমেদ অনিক, সদস্য সচিব সাদ্দাম হোসেন, পৌর ছাত্রদলের আহ্বায়ক ইমরান সরকার, যুগ্ম আহ্বায়ক মোঃ পিয়াস হোসেন, যুবদল নেতা আতিকুজ্জামান ভূইয়া নওফেল, ফজলুল হক, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তোফায়েল আহমেদ, হুমায়ুন কবির, যুবদল নেতা মিরন, তুষার, ছাত্রদল নেতা বাপ্পি, হৃদয় প্রমুখ।