শনিবার, ২৪ মে ২০২৫, ০৩:২৫ অপরাহ্ন
ধামইরহাট নওগাঁ প্রতিনিধিঃ
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ৫ আগস্ট বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর থেকেই পলাতক রয়েছে সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী শহীদুজ্জামান সরকার। অসংখ্য ছাত্রকে হত্যা মিথ্যা মামলা, খুন গুমের সাথে জড়িত ছিলেন সাবেক এই পরিকল্পনা প্রতিমন্ত্রী শহীদুজ্জামান সরকার। ধামইরহাট উপজেলার বীরগ্রামের নাম প্রকাশ করতে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন বলেন সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী শহীদুজ্জামান সরকার জমি দখল, চাঁদাবাজি সহ এমন কোন কর্ম নাই যে তিনি করেন নাই। স্বৈরাচার সরকার পতনের পর তিনি তার ছোট ছেলের বালুঘাট বাসায় রয়েছেন। তার ছোট ছেলে ভারতের নাগরিক হওয়ার সুবাদে ও তার আদি নিবাস বালুরঘাট হওয়া বাংলাদেশ থেকে লুটপাট করে ওপারে ভারতে অবৈধ সম্পদের পাহাড় গড়ে তুলতে তার অনেক সুবিধা হয়েছে, আর এজন্য তিনি এখন বর্তমানে বালুরঘাটে রাজকীয় হালে অবস্থান করতেছেন। তারকাটার বেড়া ওপারে বসে এপারে নেতাকর্মীদের সাথে প্রায়ই দরবার করেন ও নির্দেশনা দিয়ে যাচ্ছেন শহীদুজ্জামান সরকার। তারকাঁটার বেড়া পার না হলেও নেতাকর্মীর মিলনে, মিটিং-এ কোন সমস্যায় হচ্ছে না বলে বিশ্বস্থ সূত্রে জানা গেছে। এপারে আসতে হয়না বিধায়, বাংলাদেশের আইন-শৃঙ্খলা বাহিনীর নাগালের বাইরে থেকে আরামেই মিটিং চালিয়ে যান তিনি। তিনি যেহেতু ঐপারে সকল অবৈধ সম্পদ জমা করে রাজকীয় জীবন যাপন করছেন, তার আদি নিবাস বালুরঘাট এলাকায় ও তার ছোট ছেলে ভারতের নাগরিক হওয়ার সুবাদে অন্যান্য রাজনৈতিক নেতা কর্মীর মতো তাকে দৌড় মারতে হয় না। উপজেলা চেয়ারম্যান আজহার আলীসহ আরো অনেকেই সেখানে তার আশ্রয়ে আছে। বড়থা মাদ্রাসার প্রাক্তন অধ্যক্ষ মোঃ নূরল ইসলাম খোদাদাদসহ অনেকের মাধ্যমে এলাকার যাবতীয় খবর তার নিকট পৌছে যাচ্ছে দিনের টা দিনেই।
এলাকাবাসীর দাবি খুব দ্রুত এই খুনি চাঁদাবাজকে আটক করে আইনের আওতায় নেওয়া হয়।