শনিবার, ২৪ মে ২০২৫, ০৪:২৯ পূর্বাহ্ন

বিজ্ঞাপন :
সংবাদিক নিয়োগ! আপনি যদি সাংবাদিকতা এবং প্রতিবেদনে অভিজ্ঞ হন এবং ব্রেকিং নিউজ থেকে প্রাথমিক প্রতিবেদন তৈরি করার জন্য আগ্রহী হন, তবে সম্মানিত সংবাদ সংস্থা তে আপনার জন্য সুযোগ আছে। সংবাদিক মান্যতা এবং প্রতিবেদন ক্ষমতা সাথে জয়েন করুন।
সংবাদ শিরোনাম
রাস্তার বেহাল দশার কথা শুনে ছুটে যান নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার শারমিন সাত্তার। জীবননগর থানাধীন গোপালনগরে’ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত। বোরহানউদ্দিনে মানবতার আলোকবর্তিকা সমাজসেবক মোঃ কবির পালোয়ান: রাজনীতি নয়, মানুষই তার মূল প্রতিশ্রুতি পশুরহাট ইজারাদার,খামারী ও ব্যবসায়ীদের সাথে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে পুলিশ সুপারের মতবিনিময়। লতিবাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুলড্রেস বিতরণ, স্বচ্ছ নিয়োগ, জবাবদিহিমূলক পোস্টিং ও দুর্নীতিমুক্ত সেবা–খুলনা রেঞ্জ ডিআইজির নতুন দিগন্ত চুয়াডাঙ্গা সদর থানাধীন দশমাইল বাজারে ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত নান্দাইলে ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন,হুমকির মুখে নদী পাড় ও ফসলী জমি। গোপালগঞ্জে নিখোঁজের তিনদিন পর নারীর অর্ধগলিত লাশ উদ্ধার আলমডাঙ্গা থানা পুলিশ কর্তৃক ২০(বিশ) পিচ মাদকদ্রব্য Tapentadol Tablet, গ্রেফতার ০১ জন।

গণমাধ্যমের কান্না মানবাধিকার হারিয়ে যাচ্ছে।

বাহাদুর চৌধুরী।
সারা বাংলাদেশ ৫ই আগস্টের সেই ঐতিহাসিক জুলাই আন্দোলনের পর আমাদের গণমাধ্যমের যেন নতুন করে কলম ক্যামেরা জেগে উঠেছিল। আমরা আরও গভীরভাবে বিশ্বাস করতে শিখেছি, মানুষ যতই শক্তিশালী হোক না কেন, যতই প্রভাবশালী হোক না কেন, যখন সে অহংকারে অন্ধ হয়ে পড়ে, তখন আল্লাহর গজব নেমে আসে নির্ভুলভাবে। ওই আন্দোলন শুধু একটি ছাত্র আন্দোলন ছিল না. ওটা ছিল আল্লাহর পক্ষ থেকে রহমত, এক হুশিয়ারি। চোখের সামনে যারা বঙ্গভবন, মন্ত্রীপাড়া, এমপি হোস্টেল, সংসদ ভবন পতন দেখেছে, তারা বুঝে গেছে, আল্লাহর আদালত সবচেয়ে ন্যায়বান, সবচেয়ে নির্ভরযোগ্য।

কিন্তু আজকের প্রেক্ষাপটে আমরা গণমাধ্যম কর্মীরা যা দেখছি, তা যেন হৃদয়কে চিরে ফেলার মতো কষ্টের। শুধুমাত্র গণমাধ্যম কর্মীরা নির্ভয়ে সমাজে অশৃঙ্খলাকারী, পোশাক বদলানো মুখোশধারীদের বিরুদ্ধে সঠিক কথা তুলে ধরার কারণে অপরাধ না করেও, গণমাধ্যমের ওপর হামলা হুমকি ধমকি মিথ্যা সাজানো মামলা দিয়ে গ্রেফতার করা হচ্ছে, সারা দেশেই মাঠ পর্যায়ের গণমাধ্যম কর্মীদের টার্গেট করে মিথ্যা ও সাজানো মামলায় জড়ানো হচ্ছে। গন মাধ্যমের পরিবারগুলিকে ভয়ভীতি হয়রানি চালানো হচ্ছে। এটা কেবল গণমাধ্যমের ওপর অন্যায় নয়, এটা চরম মানবতা বিরোধী জু*লুম। এই জু*লুমের ছোবল শুধু একজন গণমাধ্যম ব্যক্তির গায়ে লাগে না, তার পরিবার, স্ত্রী, সন্তান, বাবা-মা, সবাইকে নিঃস্ব করে দেয়।

তাদের কান্না, অসহায়ত্ব, সন্তানদের ফেলে যাওয়া দীর্ঘশ্বাস, এই সবকিছু আল্লাহর আরশ কাঁপিয়ে তোলে। যারা আজ ক্ষ*মতার মোহে এমন পৈ*শাচি*কতা চালাচ্ছে, তারা ভুলে যাচ্ছে, মজলুমের দোয়া, বিধ্বস্ত মায়ের চোখের পানি, ছোট্ট শিশুর কান্না, এইসব কোনোদিন আল্লাহ ফেলে রাখেন না। আজ না হোক কাল, এই জু*লুমের পরিণাম তারা চোখের সামনে দেখতে পাবে, এটাই ইতিহাসের বিধান।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।