রবিবার, ২৫ মে ২০২৫, ০৩:৩৮ অপরাহ্ন
ইন্দ্রজিৎ টিকাদার
বটিয়াঘাটা(খুলনা)প্রতিনিধিঃ
খুলনা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি পুলিশ কমিশনার (এফএন্ডবি) শেখ মনিরুজ্জামান মিঠু এর পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই) পুলিশে বদলী হওয়ায় ও অতিঃ ডেপুটি পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড সিপি) মোহাঃ আহসান হাবীব, পিপিএম এবং সহকারি পুলিশ কমিশনার (দৌলতপুর জোন) মোঃ লিয়াকত হোসেন দীর্ঘ চাকুরী জীবন শেষে পিআরএল গমন করা বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। গতকাল ৪ মে রবিবার কেএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে পুলিশ কমিশনার মোঃ জুলফিকার আলী হায়দার এক অনাড়ম্বর অনুষ্ঠানে তাঁদেরকে ফুলেল শুভেচ্ছা এবং স্মৃতিস্মারক প্রদান করেন।
অনুষ্ঠানে পুলিশের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারাগণ কেএমপিতে কর্মকালীন সময়ে বিদায়ী অতিথিবৃন্দের কর্মজীবনের স্মৃতিচারণ করেন। পুলিশ কমিশনার বদলী জনিত বিদায়ী অতিথিকে তার বদলীকৃত কর্মস্থলে জনগণের প্রত্যাশা পূরণে কাজ করার আহবান জানান। চাকুরী জীবন সমাপ্ত হলেও অবসরজনিত বিদায় অতিথিদ্বয়কে তাদের মেধা ও অভিজ্ঞতা দিয়ে পুলিশের বিভিন্ন কর্মকান্ডে আন্তরিকভাবে সহযোগিতা করার জন্য আহবান জানান। তিনি বিদায়ী অতিথিবৃন্দের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং ব্যক্তিগত ও পারিবারিক জীবনের সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করেন।
এ সময় কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (এ্যাডমিন এন্ড ফিন্যান্স) আবু রাহান মোহাম্মদ সালেহ-সহ ডেপুটি পুলিশ কমিশনারবৃন্দ, অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনারবৃন্দ, সহকারী পুলিশ কমিশনারবৃন্দ উপস্থিত ছিলেন।
ইন্দ্রজিৎ টিকাদার
০৪/০৫/২০২৫ ইং
রবিবার
মোবাইল নাম্বার ঃ ০১৯৭২-৬২৫৭৪৭