সোমবার, ২৬ মে ২০২৫, ১০:৪২ পূর্বাহ্ন
ইন্দ্রজিৎ টিকাদার
বটিয়াঘাটা
(খুলনা)প্রতিনিধিঃ
খুলনা বিভাগের সর্বোচ্চ রাজস্ব আদায়ের প্রতিষ্ঠান বটিয়াঘাটা উপজেলা ভূমি অফিসের জনাকীর্ণ ছাদের ভেন্টিলেটরের ঢালাই হঠাৎ ভেঙ্গে পড়ায় ভূমি অফিসে সেবা নিতে আসা আগত সেবা গ্ৰহিতাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে । এ ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টায় উপজেলা ভূমি অফিসের সদ্য যোগদানকারী সহকারী কমিশনার (ভূমি) মোঃ শরীফ শাওন এর কার্যালয়ের নিজস্ব রুমে সেবা প্রদান শুরুর প্রাক্কালে । দীর্ঘ বছরের পুরনো নির্মাণকৃত জনাকীর্ণ ভবনের ছাদের ভেন্টিলেটরের ঢালাইয়ের কিছু অংশ অতর্কিত ভেঙ্গে পড়লে ভূমি অফিসে সেবা নিতে আসা আগত সেবা গ্ৰহনকারী সুফলভোগীরবৃন্দ ও অফিসের কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে । অফিস শুরুর পূর্বে এ ঘটনা ঘটায় বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল । তবে অফিসের ভূমি সেবা কার্যক্রম পুরোদমে শুরু হলে বড় ধরনের দুর্ঘটনার ঘটার সম্ভাবনা দেখা দিতে পারতো বলে দাবি উপস্থিত সকলের । উল্লেখ্য খুলনা বিভাগের সর্বোচ্চ রাজস্ব আদায়ের সেবা প্রদানকারী প্রতিষ্ঠান বটিয়াঘাটা উপজেলা ভূমি অফিস হলেও উক্ত অফিসটি সেবা প্রদানের কোন অনুকূল পরিবেশ নেই বলে মন্তব্য করেছেন উপস্থিত সকলে। উক্ত অফিসের সেবা প্রদানকারী কর্মকর্তা ও কর্মচারীরা এবং সেবা নিতে আসা সেবা গ্রহণকারী সকলে জীবনের ঝুকি নিয়ে ভূমি সেবা গ্ৰহন করছেন । সর্বচ্চো রাজস্ব আদায়কারী প্রতিষ্ঠান উপজেলা ভূমি অফিসের নিজেস্ব কার্যালয়ের ভবন না থাকায় উপজেলা পরিষদের একটি দীর্ঘ বছরের পুরাতন জনাকীর্ণ ভবনে জীবনের ঝুকি নিয়ে সেবা প্রদান করে আসছেন সংশ্লিষ্ট ভূমি অফিস । অপরদিকে উপজেলা ভূমি অফিসের রুমের আয়তন খুব ছোট এবং রুম স্বল্পতার কারণে সেবা গ্রহীতাদের সুষ্ঠ পরিবেশে সেবা প্রদান ব্যাহত হবার পাশাপাশি সেবা নিতে আসা সাধারণ মানুষদের বসার কোন ব্যবস্থা করা যাচ্ছে না বলে দাবি সংশ্লিষ্ট অফিসের। তাই জরুরী ভিত্তিতে দ্রুত ভূমি অফিসটি পুনঃ নির্মাণ পূর্বক স্থানান্তর অথবা ভবনটি সংস্কারকের জোর দাবি জানাছেন উপস্থিত সকলে । এব্যাপারে সদ্য যোগদানকারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ শরীফ শাওন এ প্রতিবেদককে বলেন, খুলনা বিভাগের সর্বোচ্চ রাজস্ব আদায় ও জনগুরুত্বপূর্ণ সেবা মূলক প্রতিষ্ঠানটি অবহিত এবং অত্যন্ত জনাকীর্ণ । তিনি আরো বলেন, আমার অফিসের সকল স্টাফ ও ভূমি অফিসে সেবা গ্ৰহনকারী সুফলভোগীরা দীর্ঘদিন ধরে জীবনের ঝুঁকি নিয়ে ভূমি সেবা প্রদান ও সুফলভোগীরা ভূমি সেবা গ্ৰহন করে আসছেন । উক্ত ভূমি অফিস সকল ভূমি মালিকগনের ও সকল জনগুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের স্ব-স্ব ভূমির মালিকানা নিশ্চিত করে চলেছে অথচ সেই দপ্তরের নিজেস্ব কোন ভবন নেই । পুরানো জনাকীর্ণ একটি দ্বিতল ভবনের উপরে ছোট্ট দুটি রুমে চলছে ভুমি সেবা । তাই সুফলভোগী ভূমি মালিকগণ সব সময় ঝুঁকির মধ্যে থেকে নিতে হচ্ছে তাদের ভূমি সেবা । তবে বড় ধরনের দুর্ঘটনা ঘটার পূর্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা দরকার বলে মনে করেন তিনি । এ বিষয়ে সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করবেন বলে জানিয়েছেন সদ্য যোগদানকৃত সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা ।