সোমবার, ২৬ মে ২০২৫, ০২:৪৭ পূর্বাহ্ন
ইন্দ্রজিৎ টিকাদার
বটিয়াঘাটা(খুলনা)প্রতিনিধিঃ
বটিয়াঘাটা উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্দ্যোগে “মা ” ইলিশ সংরক্ষণের অংশ হিসেবে গতকাল রবিবার সকাল আটটা থেকে বেলা বারোটায় পর্যন্ত কাজীবাছা নদীতে অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় ৩০ হাজার মিটার ইলিশ মাছ ধরা জাল ও ৮ কেজি ইলিশ মাছ জব্দ করে। পরবর্তীতে জব্দকৃত ইলিশ মাছ মাদ্রাসার এতিমদের মাঝে বিতরণ করেন এবং জব্দকৃত ইলিশ মাছ ধরা জাল উপজেলা পরিষদ চত্বরে প্রকাশ্যে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। অভিযান পরিচালনা চলাকালীন সময়ে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার হোসনে আরা তান্নি, সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ সেলিম সুলতান, সহকারী মৎস্য কর্মকর্তা এস এম আমীর আলী, মেরিন অফিসার রতন চন্দ্র মন্ডল, আইন -শৃংখলা বাহিনীর সদস্য পিয়াল কুন্ডু ও নাইম হায়দার সহ মৎস্য অফিসের কর্মচারীবৃন্দ।