রবিবার, ২৫ মে ২০২৫, ০৪:২৩ পূর্বাহ্ন
ইন্দ্রজিৎ টিকাদার
বটিয়াঘাটা(খুলনা)প্রতিনিধি।
বটিয়াঘাটায় উপজেলার বাজার সদরে বীর মুক্তিযোদ্ধা নিরঞ্জন কুমার বিশ্বাস (৭৮)-কে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদর্শন করা হয় । উপজেলা প্রশাসনের উদ্দোগে গতকাল বৃহস্পতিবার বেলা বারোটায় স্থানীয় বাজার সদরের নাট মন্দির চত্বরে শরীর জাতীয় পতাকা দিয়ে ঢেকে বাদ্যযন্ত্র বাজিয়ে গার্ড অব অনার প্রদর্শন করা হয় । এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার হোসনে আরা তান্নি, থানা অফিসার ইনচার্জ মোঃ মোস্তফা খায়রুল বাশার, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বিনয় কৃষ্ণ সরকার, বীর মুক্তিযোদ্ধা যথাক্রমে মনোরঞ্জন মন্ডল, নিরঞ্জন কুমার রায়, প্রহ্লাদ টিকাদার,পুঙ্গু বীর মুক্তিযোদ্ধা মনোরঞ্জ , উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, প্যানেল চেয়ারম্যান ইউপি সদস্য বিবেক বিশ্বাস,সাংবাদিক গাজী তরিকুল ইসলাম সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা । তিনি গত পরশু বুধবার দিবাগত রাতে নিজ বাসভবনে মৃত্যু বরণ করেন । মৃত্যুকালে স্ত্রী, দুই পুত্র সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন । গতকাল বেলা ২ টায় উপজেলার হাটবাটী মঠের মহা শশ্মানে তার শেষকৃত্য সম্পন্ন করা হয় ।