রবিবার, ২৫ মে ২০২৫, ০৩:১৫ অপরাহ্ন
মোঃ নাছির আহমেদ মৌলভীবাজার জেলা প্রতিনিধি
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন শ্রীমঙ্গল উপজেলা কমিটির চলমান বিভিন্ন সামাজিক কর্মসূচীর অংশ হিসেবে ৩ মে রোজ শনিবার, আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন শ্রীমঙ্গল উপজেলা শাখার উদ্যেগে বিনামূল্যে চুক্ষু শিবির অনুষ্ঠিত হয়।
সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রায় ১ হাজার চুক্ষু রোগীর পরীক্ষা করেন ডা.আব্দুল মান্নান, ডা. আব্দুল বাতেন, ডা. জিশান আহমেদ। চিকিৎসা সহযোগীতায় ছিলেন মৌলভীবাজার বিএনএসবি চুক্ষু হাসপাতাল।
প্রাথমিক চিকিৎসা, ফ্রি ঔষধ, ও ছানি রোগীদের মৌলভীবাজারে নিয়ে অপারেশন করা হবে বলে জানান সংগঠনের সাধারণ সম্পাদক উত্তম রায়।
এসময় উপস্থিত ছিলেন আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন শ্রীমঙ্গল উপজেলা শাখার সিনিয়র সহ- সভাপতি নাসির আহমেদ, সহ- সভাপতি বিশ্বজিৎ অধিকারি পলক, সহ- সভাপতি ফখরুল আহমেদ, এম এ করিম, সাধারণ সম্পাদক উত্তম রায়,সহ- সাধারণ সম্পাদক মাহমুদুল রহমান মান্না, বিকাশ দাশ, ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক শাহাব উদ্দিন আহমেদ, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক সাবিহা আলম, কোষাধ্যক্ষ প্রানেশ দেবনাথ, দপ্তর সম্পাদক অনিক রায়, ত্রান ও পুনবাসন সম্পাদক সজল রায়, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুস সামাদ মাসুদ প্রমুখ।