শনিবার, ২৪ মে ২০২৫, ০৮:৩৮ অপরাহ্ন
বাহাদুর চৌধুরী।
ভোলায় দীর্ঘদিন যাবত টানা বৃষ্টি হচ্ছে, মেগান নদীর পানি বাড়ছে,লঞ্চগাঁট ও খেওয়াগাট গুলো পানির নিচে চলে গেছে। আজ সকল থেকেও বৃষ্টি চলছে। বরিশাল বিভাগের বৃষ্টির বন্যার পানিগুলো যদি মেঘনা নদী হয়ে বঙ্গোপসাগরে এসে পড়ে, এতে যদি পানির উচ্চতা বেড়ে যায় তাহলে ভোলা জেলা মূহূর্তের মধ্যেই প্রাকৃতিক দুর্যোগ হয়ে যেতে পারে।
ভোলা জেলার সাথে বাংলাদেশের অন্য কোনো জেলার সাথে স্থল পথে যোগাযোগ নেই। ঢাকা টু ভোলা সদরের দূরুত্ব ১৮৮ কিলোমিটার আর চরফ্যাশন ঢাকা থেকে প্রায় ২৫৬ কিলোমিটার দূরুত্বে অবস্থিত। ঢাকা টু ভোলা লঞ্চ ছাড়া যোগাযোগের অন্য কোন ব্যাবস্থাও নাই। প্রায় ২০ লাখ মানুষের বসবাসের স্থান ভোলা জেলা।
তাই সকল সেচ্ছাসেবী ভাই বোন দের সতর্ক থাকতে হবে।