সোমবার, ২৬ মে ২০২৫, ০৪:৩২ পূর্বাহ্ন
জান্নাত জাহা :> নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সাক্ষর এবং বাদির নামবিহীন “মিথ্যা অভিযোগ’ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার অভিযোগ উঠেছে।“মিথ্যা অভিযোগ’ ভাইরাল!! যা বললেন সোনারগাঁ থানার”ওসি”
১৪/১০/২০২৪ইং
জানা গেছে,গত শনিবার (১২ অক্টোবর) রাত থেকে ১১৮ জনের নাম উল্লেখ করে এবং ১৫০ জনকে অজ্ঞাত আসামী করে একটি মিথ্যা বানোয়াট অভিযোগ ভাইরাল করেছে একটি কুচক্রীমহল। ভাইরাল হওয়া অভিযোগে কোনো বাদির নাম ও সাক্ষর নেই। এ অভিযোগ সম্পর্কে কিছুই জানেন না বলে জানান সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল বারী।থানার এ ওসি সোনারগাঁবাসীর উদ্দেশ্যে বলেন, একটি কুচক্রী মহল তাদের উদ্দেশ্য বাস্তবায়ন করতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি মিথ্যা অভিযোগ ভাইরাল করেছে। যা সোনারগাঁবাসীকে বিভ্রান্ত করছে। আমরা প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট ভাবে বলতে চাই। সোনারগাঁয়ে কোনো অভিযোগ দেখিয়ে যদি কোনো কুচক্রী মহল অর্থ দাবী করে। এ ফাঁদে কেউ পা দিবেন না কিংবা বিভ্রান্ত হবেন না এবং সুনির্দিষ্ট তথ্য দিয়ে সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করবেন।