রবিবার, ২৫ মে ২০২৫, ১০:৪৩ অপরাহ্ন
বিশ্বজিৎ চন্দ্র সরকার – ব্যুরো প্রধান গোপালগঞ্জ।
গোপালগঞ্জে বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিমকে নিয়ে ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপির স্থানীয় নেতা-কর্মীরা।।
শনিবার রাতে শহরের পাচুড়িয়া বিএনপির কার্যালয় থেকে সদর থানা বিএনপির সভাপতি সিকদার শহিদুল ইসলাম লেলিন এর নের্তৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রানকেন্দ্র চৌরঙ্গী এলাকার লঞ্ছঘাট এলাকায় গিয়ে শেষ হয়।।
সেখানে বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র সদস্য ডাক্টার কেএম বাবরসহ বিএনপির সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।।
বক্তারা অভিযোগ করে বলেন – বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিমকে নিয়ে স্থানীয় সাবেক বিএনপি নেতারা নানান ভাবে অপপ্রচার ও তার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে তার প্রতিবাদ জানিয়ে এই বিক্ষোভ মিছিল সমাবেশ করেন তারা।
তারা আরো জানান- বিএনপি যখন ক্ষমতায় ছিলোনা তখন স্থানীয় বিএনপির অনেক নেতাকর্মীগন আওয়ামীলীগের সাথে লিয়াজু করে নানান ব্যাবসা বানিজ্যেসহ বেশ মোনাফা নিয়েছে, সে সময়ে বিএনপির স্থানীয় তৃনমূল নেতাকর্মীদের ছায়া দিয়ে রেখেছেন সেলিমুজ্জামান সেলিম।।
যখন আওয়ামীলীগ সরকারের পতন হয়েছে তখন গোপালগঞ্জে বিএনপি মাথা চাড়া দিয়ে ওঠারপর যারা দুঃসময়ে দলের সাথে ছিলোনা তারা এখন সেলিমকে নিয়ে নানান ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে এবং তার বিরুদ্ধে নানান অপপ্রচার চালিয়ে দলের কাছে তার ভাবমুর্তি ক্ষুন্ন করার চেষ্টা করছে ।তাই তাদের এই প্রতিবাদ বিহ্মোভ মিছিল ও সমাবেশ।