রবিবার, ২৫ মে ২০২৫, ১০:৩৮ অপরাহ্ন

বিজ্ঞাপন :
সংবাদিক নিয়োগ! আপনি যদি সাংবাদিকতা এবং প্রতিবেদনে অভিজ্ঞ হন এবং ব্রেকিং নিউজ থেকে প্রাথমিক প্রতিবেদন তৈরি করার জন্য আগ্রহী হন, তবে সম্মানিত সংবাদ সংস্থা তে আপনার জন্য সুযোগ আছে। সংবাদিক মান্যতা এবং প্রতিবেদন ক্ষমতা সাথে জয়েন করুন।
সংবাদ শিরোনাম
করিমগঞ্জে জামায়াতের গণসংযোগ। চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত টুঙ্গিপাড়ায় অপহরণ চক্রের মূল হোতাসহ একাধিক মামলার দুই আসামি গ্রেফতার। বার বার নির্বাচিত পাটগাতী ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য গাজী আবদুল হান্নানের পক্ষ থেকে অগ্রীম ঈদুল আজহার শুভেচ্ছা। নারায়ণগঞ্জে তাতীদলের কর্মীসভা। রাস্তার বেহাল দশার কথা শুনে ছুটে যান নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার শারমিন সাত্তার। জীবননগর থানাধীন গোপালনগরে’ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত। বোরহানউদ্দিনে মানবতার আলোকবর্তিকা সমাজসেবক মোঃ কবির পালোয়ান: রাজনীতি নয়, মানুষই তার মূল প্রতিশ্রুতি পশুরহাট ইজারাদার,খামারী ও ব্যবসায়ীদের সাথে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে পুলিশ সুপারের মতবিনিময়। লতিবাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুলড্রেস বিতরণ,

মিথ্যা ও বানোয়াট মামলা হতে খালাস পেলো স্থানীয় দুই সাংবাদিক।

বিশেষ প্রতিনিধি :
২০২১ সালে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের করা বানোয়াট ও উদ্দেশ্য প্রনোদিত ভাবে করা মাদক মামলা থেকে খালাস পেয়েছে স্থানীয় দুই সংবাদ কর্মী সাইফুল ইসলাম সুমন ও ইমরান। বুধবার (২৩ অক্টোবর) নারায়ণগঞ্জ জেলা চিফ জুডিসিয়ার ম্যাজিস্ট্রেট আবদুর রহমানের আদালতে আসামিদের উপস্থিতি’তে বিচারক এ রায় দেন।

জানা গেছে, ২০২১ সালের ১২ মে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ- পরিদর্শক মোশাররাফ হোসেন সঙ্গীয় ফোর্সসহ ফতুল্লার তল্লা এলাকা হতে ১২০০ পিস ইয়াবা টেবলেটসহ সাইফুল ইসলাম সুমন(২৬) ও ইমরান হোসেন(২৩) দের আটক করেন।

আদালত সূত্রে জানা গেছে, জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের করা মামলায় ৫ জন সাক্ষীদের সাক্ষ্য শেষে রাস্ট্র পক্ষ অভিযোগ প্রমাণ করতে না পারায় দু’জন আসামির উপস্থিতি’তে বিচারক মো. আবদুর রহমানের আদালতে খালাস প্রদান করে রায় ঘোষণা করেন।

এ বিষয় আসমিদের পক্ষের আইনজীবি এডভোকেট মো. মোহসীন শেখ বলেন, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের করা মামলা মিথ্যা ও বানোয়াট। এর আগে সংবাদ প্রকাশের জের ধরে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের তৎকালীন কর্মরত উপ- পরিদর্শক মোশাররাফ ও সিপাহী বেলায়েত স্থানীয় সংবাদ কর্মী সাইফুল ইসলাম সুমন ও ইমরান হোসেনের উপর ক্ষিপ্ত হয়। পরে শহরের শীর্ষ মাদক কারবারি তল্লা এলাকার শাহীন ওরফে বরিশাইল্লা শাহীনের মাধ্যমে ডেকে নিয়ে ১২শ’ পিছ ইয়াবা টেবলেট দিয়ে মামলায় ফাঁসায়। সে মামলায় রাস্ট্র পক্ষের ৫ জন সাক্ষীদের সাক্ষ্য শেষে আজ বুধবার (২৩ অক্টোবর) বিচারক দু’জন আসামিকে খালাস প্রদান করেন।
তিনি আরও বলেন, আসামি’রা দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জের স্থানীয় বিভিন্ন পত্রিকা ও অনলাইন মাধ্যমে কাজ করে আসছে।
এর মধ্যে আসামি সাইফুল ইসলাম সুমন নারায়ণগঞ্জের শীর্ষ স্থানীয় দৈনিক সংবাদচর্চা পত্রিকায় শহর প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। এছাড়াও, বিভিন্ন অনলাইন নিউজ পোর্টাল দৈনিক শিরোনাম, বাংলাদেশ কথা, বেঙ্গল রিপোর্টসহ একাধিক মাধ্যমে কাজ করেন। বর্তমানে সাইফুল ইসলাম সুমন দৈনিক শীতলক্ষ্যা অনলাইন নিউজ পোর্টালের বার্তা- সম্পাদক পদে কর্মরত রয়েছে। অন্যদিকে আরেকজন ইমরান পূর্বে বাংলাদেশ কথা ও দৈনিক শীতলক্ষ্যা অনলাইন নিউজ পোর্টালে কর্মরত ছিলেন। বর্তমানে দৈনিক শীতলক্ষ্যা অনলাইন ও কালের নারায়ণগঞ্জ অনলাইন নিউজ পোর্টালে কর্মরত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।