রবিবার, ২৫ মে ২০২৫, ০৭:৩৬ অপরাহ্ন
জান্নাত জাহা :নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প স্বেচ্ছায় গ্রুপ নির্ণয় কর্মসূচির অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন,নারায়ণগঞ্জ জেলা যুবদল সিনিয়র যুগ্ন আহবায়ক খাইরুল ইসলাম সজিব। এ অনুষ্ঠানে আরও যুবদলের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।সোনারগাঁও উপজেলা যুবদল, নারায়ণগঞ্জ (রোববার, অক্টোবর ২৭) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলা শাখা যুবদলের উদ্যোগে কাঁচপুরে সারাদিন ব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক খাইরুল ইসলাম সজীব। এই অনুষ্ঠানে সজীব বলেন, বি এন পির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আমরা চলি নীতি নৈতিকতার সাথে রাজনীতি করি।। সে আরো বলেন, বর্তমান সরকার ভালোভাবে দেশ চালাতে পারছে না খুব দ্রুত নির্বাচন হওয়া উচিত।।