রবিবার, ২৫ মে ২০২৫, ১০:৪৫ অপরাহ্ন
ইন্দ্রজিৎ টিকাদার
বটিয়াঘাটা(খুলনা)প্রতিনিধি।
বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়নের চক্রাখালী মল্লিকের মোড়ে অগ্ৰণী যুব সংঘের আয়োজনে ৩০ জন দাবাড়ুর সমন্বয়ে দাবা প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান গতকাল শুক্রবার রাত ৮ টায় স্থানীয় মল্লিকের মোড়ে অগ্ৰণী যুব সংঘের নিজেস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয় । বটিয়াঘাটা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও উপজেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি ইন্দ্রজিৎ টিকাদার’র সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জলমা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ রুহুল মোমেন লিটন । অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জলমা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ মনিরুল ইসলাম হিরো , বটিয়াঘাটা উপজেলা অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও উপজেলা প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ শাওন হাওলাদার । বিশিষ্ট দাবাড়ু বিশেষজ্ঞ মোঃ লিয়াকত হোসেনের সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফাল্গুনী গোলদার,সুমন রায় , অজিত সরকার,সঞ্জয় ঢালী, লিটন দাস, তরুণ মল্লিক প্রমূখ । উক্ত খেলায় মোট ৩০ জন দাবাড়ু অংশগ্রহণ করেন । দিনব্যাপী সুইচ লীগ পদ্ধতিতে খেলাটি অনুষ্ঠিত হয় । খেলায় মোট ১০ জন দাবাড়ু-কে পুরস্কৃত করা হয় । খেলায় ১ম স্থান অধিকার করেন বাংলাদেশ পুলিশ বাহিনীর বটিয়াঘাটা থানার সদস্য মোঃ ফয়জুল ইসলাম,২য় স্থান অধিকার করেন বিষ্ণু পদ সানা এবং ৩য় অধিকারী করেন মহিতোষ রায় । এছাড়াও পুরস্কার পেয়েছেন সাংবাদিক শাওন হাওলাদার, কার্তিক চন্দ্র মন্ডল, মোঃ ফরিদুল হোসেন অপু, লিটন দাস ও সঞ্জয় ঢালী । খেলা শেষে অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ।