রবিবার, ২৫ মে ২০২৫, ১০:৩৩ অপরাহ্ন
মোঃ জহুরুল ইসলাম, কুষ্টিয়া।
নিজস্ব প্রতিবেদক।
বুধবার (০৬ নভেম্বর’২৪ খ্রি.) তারিখ সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে কুষ্টিয়া জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমান এর সার্বিক তত্ত্বাবধানে কুষ্টিয়া পুলিশ লাইন্স মাঠে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা সেপ্টেম্বর-২০২৪ এর ২য় দিনের পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ৩য় ও শেষ দিনের ইভেন্ট পুরুষ ১৬০০ মিটার ও নারী ১০০০ মিটার দৌড়, ড্রাগিং এবং রোপ ক্লাইম্বিং পরীক্ষা অনুষ্ঠিত হয়।
কুষ্টিয়া জেলার নিয়োগ বোর্ডের সম্মানিত সভাপতি জনাব মোঃ মিজানুর রহমান পুলিশ সুপার, কুষ্টিয়ার সার্বিক তত্ত্বাবধানে নিয়োগ কমিটি ও নিয়োগ কাজে নিয়োজিত সকল পর্যায়ের অফিসার- ফোর্স স্বচ্ছ, নিরপেক্ষ ও সুষ্ঠভাবে মাঠ পর্যায়ে ৩য় ও শেষ দিনের নিয়োগ কার্যক্রম সম্পন্ন করেন।
উক্ত নিয়োগ পরীক্ষায় পুলিশ হেডকোয়ার্টার্স এর প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার, নৌ পুলিশ, ঢাকা জনাব মোহাম্মদ মোতাজ্জের হোসেন ও সহকারী পুলিশ সুপার (ফিন্যান্স) পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা, জনাব মুসফিক খান ।
আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব পলাশ কান্তি নাথ (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত দায়িত্বে (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) কুষ্টিয়া, নিয়োগ বোর্ডের সদস্য সাতক্ষীরা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মীর আসাদুজ্জামান, বিপিএম, মেহেরপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার, (সদর সার্কেল) জনাব আব্দুল করিম, কুষ্টিয়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোঃ আবু রাসেল, মেডিকেল অফিসার সিভিল সার্জন অফিস ,কুষ্টিয়া জনাব ডাঃ আব্দুল্লাহ আল রশিদ, মেডিকেল অফিসার পুলিশ হাসপাতাল, কুষ্টিয়া, জনাব ডাঃ শারমিন জাহান সুরভী সহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
নিয়োগ বোর্ডের সম্মানিত সভাপতি মহোদয় মাঠ পর্যায়ে সকল ইভেন্টে উত্তীর্ণ যোগ্য প্রার্থীদের শুভ কামনা জানিয়ে লিখিত পরিক্ষার অংশ গ্রহনের জন্য সার্কুলারে উল্লেখিত নির্দেশনা অনুসরন পূর্বক কঠোর অনুশীলন ও অধ্যাবসয়ের মাধ্যমে কাঙ্খিত লক্ষ্যে পৌছানোর জন্য বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষা আগামী ২৭ নভেম্বর ২০২৪ খ্রি. সকাল ১০:০০ ঘটিকায় অনুষ্ঠিত হবে।