রবিবার, ২৫ মে ২০২৫, ০৪:৪০ পূর্বাহ্ন

বিজ্ঞাপন :
সংবাদিক নিয়োগ! আপনি যদি সাংবাদিকতা এবং প্রতিবেদনে অভিজ্ঞ হন এবং ব্রেকিং নিউজ থেকে প্রাথমিক প্রতিবেদন তৈরি করার জন্য আগ্রহী হন, তবে সম্মানিত সংবাদ সংস্থা তে আপনার জন্য সুযোগ আছে। সংবাদিক মান্যতা এবং প্রতিবেদন ক্ষমতা সাথে জয়েন করুন।
সংবাদ শিরোনাম
করিমগঞ্জে জামায়াতের গণসংযোগ। চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত টুঙ্গিপাড়ায় অপহরণ চক্রের মূল হোতাসহ একাধিক মামলার দুই আসামি গ্রেফতার। বার বার নির্বাচিত পাটগাতী ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য গাজী আবদুল হান্নানের পক্ষ থেকে অগ্রীম ঈদুল আজহার শুভেচ্ছা। নারায়ণগঞ্জে তাতীদলের কর্মীসভা। রাস্তার বেহাল দশার কথা শুনে ছুটে যান নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার শারমিন সাত্তার। জীবননগর থানাধীন গোপালনগরে’ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত। বোরহানউদ্দিনে মানবতার আলোকবর্তিকা সমাজসেবক মোঃ কবির পালোয়ান: রাজনীতি নয়, মানুষই তার মূল প্রতিশ্রুতি পশুরহাট ইজারাদার,খামারী ও ব্যবসায়ীদের সাথে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে পুলিশ সুপারের মতবিনিময়। লতিবাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুলড্রেস বিতরণ,

বটিয়াঘাটা ফুলবাড়ি মাধ্যমিক বিদ্যালয়ে বহিরাগতদের হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত।

ইন্দ্রজিৎ টিকাদার

বটিয়াঘাটা(খুলনা)প্রতিনিধি।

গতকাল খুলনা’র বটিয়াঘাটা উপজেলার ফুলবাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম, নবম শ্রেণীর ছাত্রদের উপর অপরিকল্পিত ভাবে ছাত্রদের উপর আক্রমণ ও ছাত্রীদের উত্ত্যক্ত করার প্রতিবাদে এক মানব অনুষ্ঠিত হয়েছে। জানা যায়, অত্র স্কুলের প্রাক্তন ছাত্র ও ওই ছাত্রের আরেক সহযোগী অন্য ইউনিয়নে থেকে তাকে সঙ্গে নিয়ে স্কুল চলাকালীন সময়ের শেষের দিকে স্কুল মাঠ প্রাঙ্গন থেকে জোর করে ধরে নিয়ে শাহেদ নামে এক শিক্ষার্থীর উপর বেধড়ক আক্রমণ করলে তার মাথায় মারাক্তক ভাবে রক্তাক্ত যখম হয় । তারপর তারা মোটরসাইকেল যোগে পালিয়ে যায় । এছাড়া বিভিন্ন সময় তারা ছাত্র-ছাত্রীদের উত্ত্যক্ত করা সহ পথে-ঘাটে বাঁধা দেয় বলে অভিযোগ উঠেছে । এরই ধারাবাহিকতায় গতকাল ছাত্র-ছাত্রীদের ওপর বহিরাগতদের হামলার প্রতিবাদে সোমবার (১৩নভেম্বর) মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে । বেলা ১১টার দিকে স্কুল চত্বর থেকে ছাত্র-ছাত্রীরা এক বিক্ষোভ মিছিল বের করে স্থানীয় বালিয়াডাঙ্গা বাজার প্রদক্ষীণ শেষে স্কুলের সামনে শান্তিপূর্ণ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ যোগদান করে । প্রতিবাদ সমাবেশে ছাত্র-ছাত্রীরা পাঁচ দফা দাবিসহ তাদের বিভিন্ন দাবি তুলে ধরেন।

এছাড়া ছাত্র-ছাত্রীরা আরও জানায়, আরাফাত নামের প্রাক্তন ছাত্র ও বহিরাগত ব্যক্তি অজ্ঞাত ৪/৫জন যুবক স্কুল চলাকালীন শ্রেণীকক্ষে ঢুকে ছাত্র-ছাত্রীদের উপর অতর্কিত হামলা চালিয়েছে । এতে স্কুলের ৮ম ও ৯ম শ্রেণীর ছাত্র শাহেদ গুরুতর আহত হলে তাদেরকে উদ্ধার করে নান্দাইল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

স্কুলের প্রায় ৫ শতাধিক ছাত্র-ছাত্রী নিজেদের নিরাপত্তা চেয়ে এবং হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। এ বিষয়ে প্রধান শিক্ষক বলেন, আমরা তার শাস্তির দাবি জানাচ্ছি এবং বহিরাগতদের স্কুলের ভিতর প্রবেশ নিষেধ করব। এরই আশ্বাসে মানববন্ধন শেষ হয়।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।