বুধবার, ২৮ মে ২০২৫, ০২:৪৫ পূর্বাহ্ন

বিজ্ঞাপন :
সংবাদিক নিয়োগ! আপনি যদি সাংবাদিকতা এবং প্রতিবেদনে অভিজ্ঞ হন এবং ব্রেকিং নিউজ থেকে প্রাথমিক প্রতিবেদন তৈরি করার জন্য আগ্রহী হন, তবে সম্মানিত সংবাদ সংস্থা তে আপনার জন্য সুযোগ আছে। সংবাদিক মান্যতা এবং প্রতিবেদন ক্ষমতা সাথে জয়েন করুন।
সংবাদ শিরোনাম
জীবননগরে যৌথ বাহিনীর অভিযানে ইউপি সদস্য দুধবারীসহ আটক৩:ফেনসিডিল উদ্ধার। নোয়াবাদ ইউপি চেয়ারম্যান মোস্তফা কামালের শাস্তি দাবি করে মানববন্ধন করেন, চুয়াডাঙ্গা সদর পুলিশ ফাঁড়ী বার্ষিক পরিদর্শন। কাবিখা প্রকল্পে অনিয়ম, বৃদ্ধা নারীসহ গ্রামবাসীকে মারধরের অভিযোগ নান্দাইলে। বটিয়াঘাটায় জেলেদের বিকল্প কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে বকনা গরু বিতরণ। মিরসরাইয়ে তিনদিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন। চুয়াডাঙ্গা জেলা যুব অধিকার পরিষদের সভাপতি সাইফুল, সম্পাদক সারোয়ার। ভূমি মেলা ২০২৫ উপলক্ষে নান্দাইলে বর্ণাঢ্য র‌্যালি। করিমগঞ্জে একটি ব্লক ইটের কারখানার মালিকের নিকট দুই লাখ টাকা চাঁদা দাবীর অভিযোগ। অস্থির অনিশ্চয়তার রাজনীতির সমীকরণে জনজীবন হুমকীর মুখে।

চুয়াডাঙ্গা জেলা যুব অধিকার পরিষদের সভাপতি সাইফুল, সম্পাদক সারোয়ার।

মোঃ লিখন ইসলাম
চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি।

চুয়াডাঙ্গা জেলায় আংশিক কমিটি অনুমোদন দিয়েছে বাংলাদেশ যুব অধিকার পরিষদ। কমিটিতে মো. সাইফুল ইসলামকে সভাপতি ও মো. সারোয়ার উদ্দিনকে সাধারণ সম্পাদক করে মোট ৭৪ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেয়া হয়েছে।

শনিবার (২৪ মে) রাতে বাংলাদেশ যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি মনজুর মোর্শেদ মামুন তার নিজের ফেসবুক আইডিতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় সভাপতি মনজুর মোর্শেদ মামুন ও সাধারণ সম্পাদক নাদিম হাসান সাক্ষরিত আগামী ১ বছরের জন্য চুয়াডাঙ্গা জেলা শাখার ৭৪ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়।

সাংগঠিন সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. শাকিল আহমেদ মাসুম, অর্থ সম্পাদক মো. সজীব মোল্লা, দপ্তর সম্পাদক মো. সাজ্জাদ, প্রচার সম্পাদক রকিবুল ইসলাম শান্ত, আইন বিষয়ক সম্পাদক রাতুল হাসান, মানবধিকার বিষয়ক সম্পাদক এনামুল, পাঠাগার ও পাঠচক্র বিষয়ক সম্পাদক তাসলিম ফাহাদ, নারী ও শিশু বিষয়ক সম্পাদক নাসরিন পারভিন, ক্রীয়া সম্পাদক সালাউদ্দিন, সমাজকল্যান সম্পাদক নাজিম উদ্দিন, গণমাধ্যম বিষয়ক সম্পাদক মুসা ইব্রাহিম।

কমিটিতে অন্যান্যদের মধ্যে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন, আমির হামজা রেন্টু, তারেক রহমান, তন্ময় আহমেদ তুহিন, মতিয়ার রহমান, নাসির উদ্দিন, মাসুম হোসেন, ওহিদুল ইসলাম, জহুরুল হক মন্টু, রকিবুল ইসলাম, মারুফুর রহমান, জয়নুল আবেদিন। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন তমাল আহমেদ, নাজমুল হাসান হিরণ, সাইমুন শিশির, শিমুল আল মেরাজ, সুমন খান, গোলাম কিবরিয়া, ফাহিম হোসেন, মোস্তাফিজ, শাহিন আলম পলাশ, মতিয়ার রহমান।

সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন, আসিফ, রাকিবুল হোসেন, জসিম, সবুজ হোসেন, দোস্ত মোহাম্মদ, নাহিদুল ইসলাম, সাইফুল আহমেদ, সাব্বির আহমেদ, রাফি হোসেন, কামরুজ্জামান।

অর্থ সহ-সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন নাজিম উদ্দিন, এমজে আশাদুল্লাহ, উপ-দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন হুমায়ন কবির, নাঈম মিয়া, সহ-প্রচার সম্পাদক ফারদিন মুন্না ও রিফাত মিয়া, সহ-আইন বিষয়ক সম্পাদক আলামিন পিয়াস, সহ-মানবধিকার বিষয়ক সম্পাদক মনিরুল ইসলাম অনিক, সহ-পাঠাগার ও পাঠচক্র বিষয়ক সম্পাদক আকাশ হোসেন ও ফারজান হাসনাত এবং সহ-ক্রীয়া সম্পাদক নাজমুল হাসান হিরণ ও আল-আমিন।

এছাড়া কার্য নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন, রায়হান পারভেজ হিরণ, জাহাঙ্গীর হোসেন, সুমন, আহসান হাবিব, নাজমুল, মাসুম পারভেজ, আল-আমিন, সাগর, মনিরুল, সাকিব, জিলু রহমান, শামীম হোসেন, শান্ত খান, রাব্বি হাসান, মুসা ইব্রাহিম, শ্রী সজীব হালদার, ইদ্রিস মোল্লা ও হাকিম।

সদ্য ঘোষিত কমিটির নেতা কর্মীরা বলেন, ২০১৮ সাল থেকে জনগণের অধিকার আদায়ে কাজ করে আসছে যুব অধিকার পরিষদ। অতিদ্রুত চুয়াডাঙ্গার উপজেলা, থানা এবং ইউনিয়ন পর্যায়ে কমিটি গঠন করা হবে।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।