বুধবার, ২৮ মে ২০২৫, ০২:৪২ পূর্বাহ্ন
ইন্দ্রজিৎ টিকাদার
বটিয়াঘাটা(খুলনা)প্রতিনিধিঃ
” ছাত্র শিক্ষক কৃষক ভাই, ইঁদুর দমনে সহযোগিতা চাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বটিয়াঘাটা উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে জাতীয় ইঁদুর নিধন অভিযান-২০২৪ এবং ২০২৪-২৫ অর্থ বছরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা, পুনর্বাসন কর্মসূচির আওতায় কৃষি উপকরণ (বীজ ও রাসায়নিক সার) বিতরণ এর উদ্বোধনী অনুষ্ঠান গতকাল সোমবার বেলা ১১টায় স্থানীয় কৃষক প্রশিক্ষন কেন্দ্রে অনুষ্ঠিত হয় । উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ মোঃ আবু বকর সিদ্দিকীর সভাপতিত্বে ও কৃষি সম্প্রসারন কর্মকর্তা এসএস আসাদুজামানের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার হোসনে আরা তান্নি । অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারন কর্মকর্তা শফিকুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, উপ-সহকারী কৃষি অফিসার যথাক্রমে সরদার আব্দুল মান্নান, দীপন কুমার হালদার, জীবনানন্দ রায়, আঃ হাই খান, কমলেশ বালা, সাংবাদিক গাজী তরিকুল সহ কৃষক কৃষাণীবৃন্দ । অনুষ্ঠান শেষে প্রধান অতিথি কৃষকদের মাঝে পুরস্কার বিতরণ করেন । অপরদিকে অনুষ্টানের পূর্বে সচেতনতা মুলক এক বর্ণাঢ্য র্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক সমূহ প্রদক্ষিণ করেন ।