বুধবার, ২৮ মে ২০২৫, ০১:১২ পূর্বাহ্ন

বিজ্ঞাপন :
সংবাদিক নিয়োগ! আপনি যদি সাংবাদিকতা এবং প্রতিবেদনে অভিজ্ঞ হন এবং ব্রেকিং নিউজ থেকে প্রাথমিক প্রতিবেদন তৈরি করার জন্য আগ্রহী হন, তবে সম্মানিত সংবাদ সংস্থা তে আপনার জন্য সুযোগ আছে। সংবাদিক মান্যতা এবং প্রতিবেদন ক্ষমতা সাথে জয়েন করুন।
সংবাদ শিরোনাম
জীবননগরে যৌথ বাহিনীর অভিযানে ইউপি সদস্য দুধবারীসহ আটক৩:ফেনসিডিল উদ্ধার। নোয়াবাদ ইউপি চেয়ারম্যান মোস্তফা কামালের শাস্তি দাবি করে মানববন্ধন করেন, চুয়াডাঙ্গা সদর পুলিশ ফাঁড়ী বার্ষিক পরিদর্শন। কাবিখা প্রকল্পে অনিয়ম, বৃদ্ধা নারীসহ গ্রামবাসীকে মারধরের অভিযোগ নান্দাইলে। বটিয়াঘাটায় জেলেদের বিকল্প কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে বকনা গরু বিতরণ। মিরসরাইয়ে তিনদিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন। চুয়াডাঙ্গা জেলা যুব অধিকার পরিষদের সভাপতি সাইফুল, সম্পাদক সারোয়ার। ভূমি মেলা ২০২৫ উপলক্ষে নান্দাইলে বর্ণাঢ্য র‌্যালি। করিমগঞ্জে একটি ব্লক ইটের কারখানার মালিকের নিকট দুই লাখ টাকা চাঁদা দাবীর অভিযোগ। অস্থির অনিশ্চয়তার রাজনীতির সমীকরণে জনজীবন হুমকীর মুখে।

বটিয়াঘাটায় প্রতিপক্ষের হামলায় স্বামী-স্ত্রী রক্তাক্ত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

ইন্দ্রজিৎ টিকাদার

বটিয়াঘাটা(খুলনা)প্রতিনিধি।

বটিয়াঘাটায় পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় স্বামী-স্ত্রী রক্তাক্ত জখম অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে । এব্যাপারে ভূক্তোভগীদের পক্ষ থেকে গতকাল ২১ অক্টোবর সোমবার থানায় লিখিত অভিযোগ দাখিল করেছে । অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার ভেন্নাবুনিয়া এলাকার বাদী সমর মন্ডলের পুত্র সমীর মন্ডল(৪০) ও তার স্ত্রী রনজিতা মন্ডল(৩১) এর সাথে বিবাদী একই এলাকার অনিমেষ মন্ডলের পুত্র অনিক মন্ডল (২৫) ও তার মা সাথী মন্ডল ৪২) এবং নারায়ন বৈরাগীর পুত্র লিটন বৈরাগী (৪০) ও তার স্ত্রী মিতালী বৈরাগীদের সাথে জমিজমা সংক্রান্ত সহ বিভিন্ন বিষয় নিয়ে পূর্ব থেকে বিরোধ চলে আসছিল । তারা ধারাবাহিকতায় গতকাল সোমবার বিবাদীদের বাড়িতে হাঁস যাওয়ার আটকিয়ে রেখে কৃত্রিম সমস্যা সৃষ্টি করে পূর্বপরিকল্পিত ভাবে হকিস্টিক, লাঠিসোঁটা, দাঁ ও কাস্তে সহ অন্যান্য দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালিয়ে রক্তাক্ত জখম করে । পরবর্তীতে বাদীদের অবস্থা আশঙ্কাজনক হলে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে বটিয়াঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে । এসময়ে বিবাদীরা বাদীর স্ত্রী রনজিতা মন্ডলের শরীর থেকে বস্ত্রহীন করে শ্লীলতাহানি ঘটায় বলে ভূক্তভোগীর পরিবার জানিয়েছে । এব্যাপারে ভূক্তভোগী রনজিত আরো জানিয়েছে বিবাদী অনিক ও লিটন মিলে বিভিন্ন কুপ্রস্তাব দেয়ার পাশাপাশি প্রস্তাবে রাজি না হলে জীবনে মেরে ফেলার হুমকী দিয়ে আসছিল । এব্যাপারে ভূক্তভোগীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।