বুধবার, ২৮ মে ২০২৫, ০১:১২ পূর্বাহ্ন
ইন্দ্রজিৎ টিকাদার
বটিয়াঘাটা(খুলনা)প্রতিনিধি।
বটিয়াঘাটায় পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় স্বামী-স্ত্রী রক্তাক্ত জখম অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে । এব্যাপারে ভূক্তোভগীদের পক্ষ থেকে গতকাল ২১ অক্টোবর সোমবার থানায় লিখিত অভিযোগ দাখিল করেছে । অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার ভেন্নাবুনিয়া এলাকার বাদী সমর মন্ডলের পুত্র সমীর মন্ডল(৪০) ও তার স্ত্রী রনজিতা মন্ডল(৩১) এর সাথে বিবাদী একই এলাকার অনিমেষ মন্ডলের পুত্র অনিক মন্ডল (২৫) ও তার মা সাথী মন্ডল ৪২) এবং নারায়ন বৈরাগীর পুত্র লিটন বৈরাগী (৪০) ও তার স্ত্রী মিতালী বৈরাগীদের সাথে জমিজমা সংক্রান্ত সহ বিভিন্ন বিষয় নিয়ে পূর্ব থেকে বিরোধ চলে আসছিল । তারা ধারাবাহিকতায় গতকাল সোমবার বিবাদীদের বাড়িতে হাঁস যাওয়ার আটকিয়ে রেখে কৃত্রিম সমস্যা সৃষ্টি করে পূর্বপরিকল্পিত ভাবে হকিস্টিক, লাঠিসোঁটা, দাঁ ও কাস্তে সহ অন্যান্য দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালিয়ে রক্তাক্ত জখম করে । পরবর্তীতে বাদীদের অবস্থা আশঙ্কাজনক হলে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে বটিয়াঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে । এসময়ে বিবাদীরা বাদীর স্ত্রী রনজিতা মন্ডলের শরীর থেকে বস্ত্রহীন করে শ্লীলতাহানি ঘটায় বলে ভূক্তভোগীর পরিবার জানিয়েছে । এব্যাপারে ভূক্তভোগী রনজিত আরো জানিয়েছে বিবাদী অনিক ও লিটন মিলে বিভিন্ন কুপ্রস্তাব দেয়ার পাশাপাশি প্রস্তাবে রাজি না হলে জীবনে মেরে ফেলার হুমকী দিয়ে আসছিল । এব্যাপারে ভূক্তভোগীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ।