রবিবার, ২৫ মে ২০২৫, ০৯:২৪ অপরাহ্ন

বিজ্ঞাপন :
সংবাদিক নিয়োগ! আপনি যদি সাংবাদিকতা এবং প্রতিবেদনে অভিজ্ঞ হন এবং ব্রেকিং নিউজ থেকে প্রাথমিক প্রতিবেদন তৈরি করার জন্য আগ্রহী হন, তবে সম্মানিত সংবাদ সংস্থা তে আপনার জন্য সুযোগ আছে। সংবাদিক মান্যতা এবং প্রতিবেদন ক্ষমতা সাথে জয়েন করুন।
সংবাদ শিরোনাম
করিমগঞ্জে জামায়াতের গণসংযোগ। চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত টুঙ্গিপাড়ায় অপহরণ চক্রের মূল হোতাসহ একাধিক মামলার দুই আসামি গ্রেফতার। বার বার নির্বাচিত পাটগাতী ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য গাজী আবদুল হান্নানের পক্ষ থেকে অগ্রীম ঈদুল আজহার শুভেচ্ছা। নারায়ণগঞ্জে তাতীদলের কর্মীসভা। রাস্তার বেহাল দশার কথা শুনে ছুটে যান নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার শারমিন সাত্তার। জীবননগর থানাধীন গোপালনগরে’ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত। বোরহানউদ্দিনে মানবতার আলোকবর্তিকা সমাজসেবক মোঃ কবির পালোয়ান: রাজনীতি নয়, মানুষই তার মূল প্রতিশ্রুতি পশুরহাট ইজারাদার,খামারী ও ব্যবসায়ীদের সাথে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে পুলিশ সুপারের মতবিনিময়। লতিবাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুলড্রেস বিতরণ,

সোনারগাঁওয়ে চাঁদাবাজি, ছিনতাই ও মাদক ব্যবসা বন্ধের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল।

নিজস্ব প্রতিনিধি ১/৫/২০২৫ইং
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে চাঁদাবাজি, ছিনতাই ও মাদক ব্যবসা বন্ধের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল এবং কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে স্বারক লিপি প্রদান করেছেন মোগরাপাড়া এলাকার ক্ষুদ্র ব্যবসায়ী, দোকানদার ও ডিলারশিপ মালিকগণ।
বৃহস্পতিবার ১লা মে সকালে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তায় ঢাকা – চট্টগ্রাম মহাসড়কে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল বের করা হয়।
এসময় ক্ষুদ্র ব্যবসায়ী, দোকানদার ও ডিলারশিপ মালিকগণ অত্যন্ত দুঃখের সহিত জানান, এলাকার মোগরাপাড়া চৌরাস্তা বাজার ও তার আসে পাশে দীর্ঘদিন ধরে একটি অসাধু চক্রের লিডার মোঃ সোহান এবং তারা দল নিয়মিতভাবে চাঁদাবাজি, ছিনতাই ও মাদক ব্যবসা করে আসছে। এই বেআইনি কর্মকাণ্ডের ফলে সাধারণ ব্যবসায়ী, দোকানদার, ডিলারশিপ মালিকগণ সহ শ্রমজীবী মানুষসহ সাধারণ নাগরিকগণ নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন।
চাঁদার দাবিতে হুমকি, ভয়ভীতি, জোরপূর্বক অর্থ আদায় এবং প্রশাসনের নাম ভাঙিয়ে চাঁদাবাজির ঘটনা দিন দিন বেড়েই চলেছে। এই পরিস্থিতি সমাজে আইনশৃঙ্খলার অবনতি ঘটাচ্ছে এবং মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকে চরমভাবে ব্যাহত করছে।
এসময় উপস্থিত ব্যবসায়ীগণ চাঁদাবাজদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করে একটি স্বারক লিপি পেশ করেন এবং তাদের দাবীসমুহ উল্লেখ করেন।
স্বারক লিপিতে ব্যবসায়ীদের উল্লেখকৃত
দাবিসমূহ:
১. চাঁদাবাজদের বিরুদ্ধে দ্রুত তদন্ত করে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ।
২. চাঁদাবাজি রোধে স্থায়ী নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ।
৩. সাধারণ নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতকরণ।
৪. চাঁদাবাজির শিকার ব্যক্তিদের জন্য একটি অভিযোগ দাখিল ও সহায়তা প্ল্যাটফর্ম চালু করা।
চাঁদাবাজির মতো অবৈধ ও নিন্দনীয় কর্মকাণ্ড বন্ধে প্রশাসনের দৃঢ় পদক্ষেপই পারে একটি সুশাসিত ও নিরাপদ সমাজ গড়ে তুলতে। তাই অনতিবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসকের সদয় দৃষ্টি ও কার্যকর
হস্তক্ষেপ কামনা করছেন সোনারগাঁওয়ের সকল ব্যবসায়ীদের পক্ষ থেকে সোনারগাঁও ব্যবসায়ী সমিতির সভাপতি মো: রাজা মিয়া।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।