মঙ্গলবার, ২৭ মে ২০২৫, ১১:০৭ অপরাহ্ন
মো নাহিদুর রহমান শামীম মানিকগঞ্জ জেলা প্রতিনিধি
মানিকগঞ্জের সিংগাইরে ধলেশ্বরী নদীতে মেয়েকে সাঁতার শেখাতে গিয়ে পানিতে তলিয়ে নিখোঁজ হয়েছে বাবা ও মেয়ে।
সকাল ৭টার দিকে উপজেলার বায়রা ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে ধলেশ্বরী নদীর বায়রা খেয়াঘাটে এ ঘটনা ঘটে।
নিখোঁজ বাবা ব্যবসায়ী মো. মহিদুর রহমান (৪৫) এবং মেয়ে রাফসা আক্তার(১২)। তারা ওই এলাকার বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করেছেন সিংগাইর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. ইসতিয়াক আহমেদ।
জানা যায়, ব্যবসায়ী মহিদুর রহমান তার মেয়েকে সাঁতার শেখাতে বাড়ির পাশের ধলেশ্বরী নদীতে যান। এ সময় পেটে দুটি বোতল বেঁধে মেয়েকে তিনি নদীতে ছেড়ে দেন। নদীতে নামার কিছুক্ষণ পর বোতলের মুখ খুলে পানি ঢুকলে তলিয়ে যায় রাফসা। মেয়েকে উদ্ধার করতে বাবা মহিদুরও নিখোঁজ হন।
খবর পেয়ে সকাল ১০টা থেকে সিংগাইর ও মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের ১০ জন এবং ৫ সদস্যের ডুবুরি দল উদ্ধারকাজ অব্যাহত রেখেছেন।
আরিচাস্থল কাম নদী ফায়ার স্টেশনের ডুবুরি দলের লিডার দেওয়ান মো. জাহিদুর রহমান গণমাধ্যমকে জানান, উদ্ধারকাজ অব্যাহত রয়েছে।
খবর পেয়ে সিংগাইর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছেন।