মঙ্গলবার, ২৭ মে ২০২৫, ১১:০৭ অপরাহ্ন

বিজ্ঞাপন :
সংবাদিক নিয়োগ! আপনি যদি সাংবাদিকতা এবং প্রতিবেদনে অভিজ্ঞ হন এবং ব্রেকিং নিউজ থেকে প্রাথমিক প্রতিবেদন তৈরি করার জন্য আগ্রহী হন, তবে সম্মানিত সংবাদ সংস্থা তে আপনার জন্য সুযোগ আছে। সংবাদিক মান্যতা এবং প্রতিবেদন ক্ষমতা সাথে জয়েন করুন।
সংবাদ শিরোনাম
জীবননগরে যৌথ বাহিনীর অভিযানে ইউপি সদস্য দুধবারীসহ আটক৩:ফেনসিডিল উদ্ধার। নোয়াবাদ ইউপি চেয়ারম্যান মোস্তফা কামালের শাস্তি দাবি করে মানববন্ধন করেন, চুয়াডাঙ্গা সদর পুলিশ ফাঁড়ী বার্ষিক পরিদর্শন। কাবিখা প্রকল্পে অনিয়ম, বৃদ্ধা নারীসহ গ্রামবাসীকে মারধরের অভিযোগ নান্দাইলে। বটিয়াঘাটায় জেলেদের বিকল্প কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে বকনা গরু বিতরণ। মিরসরাইয়ে তিনদিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন। চুয়াডাঙ্গা জেলা যুব অধিকার পরিষদের সভাপতি সাইফুল, সম্পাদক সারোয়ার। ভূমি মেলা ২০২৫ উপলক্ষে নান্দাইলে বর্ণাঢ্য র‌্যালি। করিমগঞ্জে একটি ব্লক ইটের কারখানার মালিকের নিকট দুই লাখ টাকা চাঁদা দাবীর অভিযোগ। অস্থির অনিশ্চয়তার রাজনীতির সমীকরণে জনজীবন হুমকীর মুখে।

ধলেশ্বরী নদীতে সাঁতার শিখাতে গিয়ে মেয়ে ও বাবা নিখোঁজ।

মো নাহিদুর রহমান শামীম মানিকগঞ্জ জেলা প্রতিনিধি

মানিকগঞ্জের সিংগাইরে ধলেশ্বরী নদীতে মেয়েকে সাঁতার শেখাতে গিয়ে পানিতে তলিয়ে নিখোঁজ হয়েছে বাবা ও মেয়ে।
সকাল ৭টার দিকে উপজেলার বায়রা ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে ধলেশ্বরী নদীর বায়রা খেয়াঘাটে এ ঘটনা ঘটে।

নিখোঁজ বাবা ব্যবসায়ী মো. মহিদুর রহমান (৪৫) এবং মেয়ে রাফসা আক্তার(১২)। তারা ওই এলাকার বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করেছেন সিংগাইর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. ইসতিয়াক আহমেদ।

জানা যায়, ব্যবসায়ী মহিদুর রহমান তার মেয়েকে সাঁতার শেখাতে বাড়ির পাশের ধলেশ্বরী নদীতে যান। এ সময় পেটে দুটি বোতল বেঁধে মেয়েকে তিনি নদীতে ছেড়ে দেন। নদীতে নামার কিছুক্ষণ পর বোতলের মুখ খুলে পানি ঢুকলে তলিয়ে যায় রাফসা। মেয়েকে উদ্ধার করতে বাবা মহিদুরও নিখোঁজ হন।

খবর পেয়ে সকাল ১০টা থেকে সিংগাইর ও মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের ১০ জন এবং ৫ সদস্যের ডুবুরি দল উদ্ধারকাজ অব্যাহত রেখেছেন।

আরিচাস্থল কাম নদী ফায়ার স্টেশনের ডুবুরি দলের লিডার দেওয়ান মো. জাহিদুর রহমান গণমাধ্যমকে জানান, উদ্ধারকাজ অব্যাহত রয়েছে।

খবর পেয়ে সিংগাইর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছেন।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।