বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ০৪:৫৭ পূর্বাহ্ন

বিজ্ঞাপন :
সংবাদিক নিয়োগ! আপনি যদি সাংবাদিকতা এবং প্রতিবেদনে অভিজ্ঞ হন এবং ব্রেকিং নিউজ থেকে প্রাথমিক প্রতিবেদন তৈরি করার জন্য আগ্রহী হন, তবে সম্মানিত সংবাদ সংস্থা তে আপনার জন্য সুযোগ আছে। সংবাদিক মান্যতা এবং প্রতিবেদন ক্ষমতা সাথে জয়েন করুন।
সংবাদ শিরোনাম
জীবননগরে যৌথ বাহিনীর অভিযানে ইউপি সদস্য দুধবারীসহ আটক৩:ফেনসিডিল উদ্ধার। নোয়াবাদ ইউপি চেয়ারম্যান মোস্তফা কামালের শাস্তি দাবি করে মানববন্ধন করেন, চুয়াডাঙ্গা সদর পুলিশ ফাঁড়ী বার্ষিক পরিদর্শন। কাবিখা প্রকল্পে অনিয়ম, বৃদ্ধা নারীসহ গ্রামবাসীকে মারধরের অভিযোগ নান্দাইলে। বটিয়াঘাটায় জেলেদের বিকল্প কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে বকনা গরু বিতরণ। মিরসরাইয়ে তিনদিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন। চুয়াডাঙ্গা জেলা যুব অধিকার পরিষদের সভাপতি সাইফুল, সম্পাদক সারোয়ার। ভূমি মেলা ২০২৫ উপলক্ষে নান্দাইলে বর্ণাঢ্য র‌্যালি। করিমগঞ্জে একটি ব্লক ইটের কারখানার মালিকের নিকট দুই লাখ টাকা চাঁদা দাবীর অভিযোগ। অস্থির অনিশ্চয়তার রাজনীতির সমীকরণে জনজীবন হুমকীর মুখে।

বিভিন্ন সাংবাদিক সংগঠন গুলির চাপে মুক্তি পেলেন সাংবাদিক টিপু,ফুলের মালায় বরণ।

বিশেষ প্রতিনিধি : একাধিক সাংবাদিক সংগঠনের চাপের মুখে অবশেষে জামিনে মুক্তি পেয়েছেন সাতক্ষীরার তালা উপজেলার দৈনিক কালের কণ্ঠের প্রতিনিধি রোকনুজ্জামান টিপু। বৃহস্পতিবার বিকেলে সাংবাদিক টিপুকে জামিনে মুক্তি দেওয়া হয়।
আজ সাতক্ষীরা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের আদালতে আপিল করা হয়। টিপুর পক্ষে অ্যাডভোকেট বদিউজ্জামান আপিল করার পাশাপাশি জামিনের আবেদন করেন।সাংবাদিক নেতাদের উপস্থিতিতে শুনানি শেষে ওই আবেদন মঞ্জুর করেন আদালত। এর আগে ঘটনার মুহূর্তে ঢাকা প্রেসক্লাবের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং মুক্তি দাবি করা হয়, এরপর পর্যায়ক্রমে বাংলাদেশ ন্যাশনাল নিউজ ক্লাব, দক্ষিণ অঞ্চল সাংবাদিক ইউনিয়ন, সাংবাদিক ঐক্য ফোরাম ,তালার স্থানীয় প্রেসক্লাবের নেতৃবৃন্দ টিপুর মুক্তির দাবিতে নানাবিধ কর্মসূচি পালন করেন। এবং দেশের পাকিস্তানি ও জাতীয় পত্রিকায় সংবাদটি ধারাবাহিক ভাবে প্রকাশিত হয়। এদিকে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির ট্রাস্ট্রি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর সাতক্ষীরা জেলা ম্যাজিস্ট্রেটের কাছে বৃহস্পতিবার দুপুরে সাংবাদিক টিপুর মুক্তির জন্য আবেদন করেছিলেন। জামিনে মুক্তির পর তাকে বরণ করেন নেন স্থানীয় সাংবাদিকরা। ঘটনার বিবরণে জানা যায়, ভবন তৈরির কাজের অনিয়মের তথ্য চাওয়ায় টিপুকে ১০ দিনের কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করেছিলেন নির্বাহী কর্মকর্তা শেখ রাসেল। ভুক্তভোগী পরিবারের দাবি এই ঘটনায় উপজেলা নির্বাহী অফিসার জড়িত রয়েছে। যা তদন্ত করলে বেরিয়ে আসবে। খোঁজ নিয়ে জানা যায় তিনি বিগত আওয়ামীলীগ
সরকারের পৃষ্ঠপোষকতায় যেখানে চাকরি করেছে সেখানে নানা ধরনের ঘটনা ঘটিয়েছে এবং ক্ষমতার প্রভাব খাটিয়েছে। বিষয়টি তদন্তের জন্য সাংবাদিক মহল জোর দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।